#ওয়াশিংটন:তাঁর ছবি মানেই উন্মাদনা। স্টিভেন স্পিলবার্গের কাছ থেকে পারদটা সবসময়ই বেশি। তারপর আবার যখন তখন সেটে হানা দেন স্পিলবার্গের ঘনিষ্ঠ তারকা বন্ধুরা। সব মিলিয়ে ঠিক কী কী ঘটত 'রেডি প্লেয়ার ওয়ান' এর সেটে। প্রিমিয়ারে জানালেন ছবির তারকারা।
স্টিভেন স্পিলবার্গের ছবির সেটে কাজ করতে গিয়ে এমনিতেই ভয়ে থাকেন নতুন অভিনেতারা। তবে 'রেডি প্লেয়ার ওয়ান'-এর অভিনেতাদের উপর চাপটা একটু বেশিই ছিল। কারণ, সময়ে অসময়ে স্পিলবার্গের সঙ্গে দেখা করতে সেটে পৌঁছে যেতেন টম ক্রুজ, জর্জ লুকাস, হ্যারিসন ফোর্ডের মতো স্টারেরা। তাবড় এই তারকাদের হঠাৎ চোখের সামনে দেখে মাঝেমধ্যেই অপ্রস্তুতে পড়তে হয়েছে ছবির অভিনেতাদের।
তাঁর ছবির মতোই ছবি তৈরির প্রক্রিয়াও যে জমজমাট তা স্পষ্ট।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।