পচা মাংস বিক্রিতে রাশ টানতে বদ্ধপরিকর প্রশাসন, নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা

Last Updated:

ভাগাড় মরা পশুর মাংস কেনা-বেচার চক্র বা খামারের মরা মুরগির রমরমা ব্যবসা মানুষের দৈনন্দিন জীবনে এক ভয়ের সঞ্চার ঘটিয়েছে ৷ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ওয়াকিবহাল মহল মনে করে মানুষের কাছে বড়ই অনভিপ্রেত ছিল এই ঘটনা

#কলকাতা:  ভাগাড়ের মরা পশুর মাংস কেনা-বেচার চক্র বা খামারের মরা মুরগির রমরমা ব্যবসা মানুষের দৈনন্দিন জীবনে এক ভয়ের সঞ্চার ঘটিয়েছে ৷ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ওয়াকিবহাল মহল, সবাই মনে করে মানুষের কাছে বড়ই অনভিপ্রেত ছিল এই ঘটনা ৷ অবশেষে প্রকাশ্যে এসেছে সেই চাঁই বা চক্রের মাথারা ৷
advertisement
গ্রেফতার হয়েছে কওসর আলি ঢালি কিন্তু তবুও যেন মানুষ ভুলতে পারছেন না সেই ভয়াবহতা ৷ প্রশাসনও ভীষণ রকমের সতর্ক ৷ তাই এবার থেকে সমস্ত সরকারি মাংসের আউট লেটে সম্পূর্ণ মাংস বিক্রি পদ্ধতি ক্যামেরার নজরদারিতে আসতে চলেছে ৷ মাংস বিক্রির সম্পূর্ণ ভিডিও করবে পশ্চিমবহ্গ প্রাণী সম্পদ বিকাশ দফতর ৷
advertisement
যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এতটাই কড়াকড়ি করা হচ্ছে বলে মনে হচ্ছে ৷ এর অন্যথায় কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট অপরাধে অপরাধীদের ৷ যে কোনও মূল্যেই রাজ্য প্রশাসন মাংস দুর্নীতিতে লাগাম পড়াতে চাইছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পচা মাংস বিক্রিতে রাশ টানতে বদ্ধপরিকর প্রশাসন, নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement