ঘুমন্ত মহিলাকে সাপের কামড়, অজান্তে বিষাক্ত স্তন্য়দানে মৃত্যু ৩ বছরের মেয়েরও

Last Updated:

এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল দিল্লি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ এক ঘুমন্ত এক মহিলাকে সাপ কামড়েছে ৷ ঘটনার জেরে মহিলার মৃত্যু হয়েছে ৷ মহিলার বিষাক্ত দুধ খেয়েই মৃত্যু হয়েছে তারই বছর তিনেকের মেয়েরও ৷

#নয়াদিল্লি: এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল দিল্লি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ এক ঘুমন্ত এক মহিলাকে সাপ কামড়েছে ৷ ঘটনার জেরে মহিলার মৃত্যু হয়েছে ৷ মহিলার বিষাক্ত দুধ খেয়েই মৃত্যু হয়েছে তারই বছর তিনেকের মেয়েরও ৷
বছর ৩৫ এর ওই মহিলা তাঁর কর্মস্থলে ছিলেন ৷ কর্ম ব্যাস্ততার মধ্যে তিনি টেরই পাননি যে তাঁকে সাপ কামড়েছে ৷ মহিলার সারা শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে ৷ তিনি না বুঝতে পেরেই তিন বছরের মেয়েকে স্তন্যপান করাতে থাকেন ৷ ঘটনার জেরে মা ও মেয়েকে অসুস্থ হয়ে পড়ে ৷ অসুস্থ মা, মেয়ে হাসপাতালে পৌঁছনোর আগেই মারা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর ৷
advertisement
মৃতার পরিবারের অন্য ঘরে আরও একটি সাপের হদিশ পাওয়া গিয়েছে ৷ তবে এ ক্ষেত্রে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ মৃতদেহ ময়না তদন্তের সময়ে জানা গিয়েছে পুলিশ পথদুর্ঘটনার মামলা রুজু করেছে ৷ এমনটাই অভিযোগ মৃতার পরিবারের ৷ চলছে চাপান-উতোর ৷
advertisement
এক সমীক্ষায় জানতে পারা গিয়েছে দেশে কোবরা, ক্রিট, রাসেল মিলে মোট ৩০০ প্রজাতির বিষধর সাপ আছে ৷ তার মধ্যে ৬০ প্রজাতির সাপের বিষ অত্য়ন্ত তীব্র ৷ ২০১১ সালের আমেরিকান সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের সমীক্ষায় সামনে এসেছে দেশে বছরে এক লক্ষ মানুষ প্রতি ৪৬ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘুমন্ত মহিলাকে সাপের কামড়, অজান্তে বিষাক্ত স্তন্য়দানে মৃত্যু ৩ বছরের মেয়েরও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement