#কলকাতা: বাংলা থেকেই কোচিংয়ে অভিষেক হতে পারে ভারতের প্রাক্তন পেসার জাহির খানের। সিএবি’তে গুঞ্জন টিএ শেখরের জায়গায় ভিশনের বোলিং কোচ হতে পারেন জাহির। জ্যাকের সঙ্গে কিছুটা কথা এগিয়েও রেখেছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ভিশনের প্রধান বাবলু কোলের দাবি, আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তি পাকা করতে চলেছে রাজ্যের ক্রিকেট সংস্থা।
এদিকে বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেও ধোনির চিন্তা মিডল অর্ডার। পাঁচ-ছয় ও সাত এই জায়গায় ব্যাটিং নিয়ে অধিনায়কের উদ্বেগ বাড়াচ্ছে। রাঁচিতেই মাহি দাবি করেছেন, আপাতত কয়েকদিন হার্দিক-মণীশদের উপরেই ভরসা রাখতে হবে। বিশাখাপত্তনমেও প্রায় একই সুর অধিনায়কের গলায়। ধোনি জানিয়েছেন, কিছু ভুল শট ম্যাচের মোড় ঘুড়িয়ে দিচ্ছে। টিম ইন্ডিয়া চেষ্টা করবে শেষ ম্যাচে সেই ভুল শুধরে ফেলার। কার্যত ফাইনালকে ফিফটি-ফিফটি বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Cricket, Coaching, Cricket Association of Bengal, Zaheer Khan, জাহির খান