স্ত্রী-কে নিয়ে মন্দিরে পুজো দিলেন জাহির, তোলপাড় সোশ্যাল মিডিয়া !
Last Updated:
হিন্দু-মুসলিমের বিয়ে মানেই তা নিয়ে নানা প্রশ্ন উঠবেই ৷ সেলিব্রিটিরাও এব্যাপারে ছাড় পান না ৷
#মুম্বই: হিন্দু-মুসলিমের বিয়ে মানেই তা নিয়ে নানা প্রশ্ন উঠবেই ৷ সেলিব্রিটিরাও এব্যাপারে ছাড় পান না ৷ সইফ-করিনার বিয়ের সময়ও যে দৃশ্য দেখা গিয়েছিল ৷ সেই একই ঘটনা এবার ঘটল জাহির-সাগরিকার বিয়ের পরেও ৷ মহালক্ষ্মীর মন্দিরে সস্ত্রীক জাহিরকে দেখেই টুইটারে নানাভাবে সমালোচিত হতে হল ভারতীয় দলের প্রাক্তন পেসারকে ৷
মুম্বইতে একটি পাঁচতারা হোটেলে ঘটা করেই বিয়ের রিসেপশন দিয়েছিলেন জাহির ৷ তারপরে স্ত্রী সাগরিকাকে নিয়ে মহারাষ্ট্রের কোলাপুরে মহালক্ষ্মীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি ৷ সেই ছবি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় ৷ আর তারপরেই ধর্মান্ধদের রোষের মুখে পড়েন জাহির খান ৷ একজন মুসলিম কীভাবে মন্দিরে পা রাখলেন, এ নিয়েই প্রশ্ন ছুঁড়ে দেন অনেকে ৷ কেউ কেউ লেখেন, ‘‘ জাহির মুসলিম সেলিব্রিটি বলে তাঁর হিন্দু মন্দিরে যাওয়া নিয়ে কেউ কিছু বলছেন না। এটাই যদি কোনও হিন্দু সেলিব্রিটি করতেন, তাহলে তাঁকে অনেক সমালোচনা শুনতে হত।’’
advertisement
advertisement
Location :
First Published :
December 06, 2017 7:46 PM IST