Zaheer - Bumrah : বুমরাকে রাগিয়ে দিয়ে পায়ে কুড়ুল মেরেছে ইংল্যান্ড, বলছেন জাহির

Last Updated:

Zaheer Khan feels England followed a wrong decision by messing up with Jasprit Bumrah. মার্ক উডের বাউন্সার দুবার হেলমেটে লেগেছিল বুমরার। কিন্তু তাতেও ভয় না পেয়ে যেভাবে পারফর্ম করেছিল, তাতে নিজের ব্যাটিং নিয়ে বুমরা যে যথেষ্ট সিরিয়াস মনে করেন জাহির।

একটি সাক্ষাৎকারে প্রাক্তন তারকা জানিয়েছেন, "বুমরাকে অযথা রাগিয়ে দিয়ে ইংল্যান্ড যে ঠিক কাজ করেনি সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছে। এমনিতে ও খুব শান্ত। অযথা ঝামেলা পছন্দ করে না। কিন্তু ইংল্যান্ড নিশ্চয়ই এমন কিছু কথা বলেছিল, যাতে বুমরা মেজাজ ঠিক রাখতে পারেনি। অ্যান্ডারসনকে বাউন্সার মেরেছে, সেটা খেলার নিয়ম এর মধ্যেই পড়ে। আমাদের বোলারদের লক্ষ্য করেও বাউন্সার দেওয়া হয়। তখন এত সমালোচনা হয় না। যদি সত্যি বুমরা রেগে গিয়ে এমন পারফর্ম করে, তাহলে ভারতের জন্য দারুণ ব্যাপার"।
advertisement
এখানেই না থেমে জাহির জানিয়েছেন দ্বিতীয় ইনিংসে পন্থ কিরে যাওয়ার পর সবাই যখন ভেবে নিয়েছিল ভারতের ইনিংস গুটিয়ে যাওয়ার পথে, তখন শামির সঙ্গে ব্যাট হাতে বুমরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তার প্রশংসা করতে হয়।মার্ক উডের বাউন্সার দুবার হেলমেটে লেগেছিল বুমরার।
advertisement
কিন্তু তাতেও ভয় না পেয়ে যেভাবে পারফর্ম করেছিল, তাতে নিজের ব্যাটিং নিয়ে বুমরা যে যথেষ্ট সিরিয়াস মনে করেন জাহির। রাউন্ড উইকেট থেকে বল করতে এসে যেভাবে ব্যাটসম্যানকে বোকা বানিয়ে এলবি করেন বুমরা সেটা তার দক্ষতার পরিচয়। জাহির মনে করেন বাকি তিনটি টেস্টও বুমরা ফ্যাক্টর প্রচুর ভোগাবে ইংরেজদের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Zaheer - Bumrah : বুমরাকে রাগিয়ে দিয়ে পায়ে কুড়ুল মেরেছে ইংল্যান্ড, বলছেন জাহির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement