India vs Australia T20 Series: দল থেকে বাদ টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার! সোশ্যাল মিডিয়ায় করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia T20 Series: এই প্রথম নয়। এর আগেও বারবার 'বলির পাঠা' বানানো হয়েছে এই তারকা ক্রিকেটারকে। এবার দল থেকে বাদ পড়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।
কলকাতা: টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। আইপিএলের ইতিহাসেও সফলতম বোলার তিনি। অভিজ্ঞতার নিরিখেও অনেকের থেকে এগিয়ে। কিন্তু তারপরও বারবার অবিচারের শিকার যুজবেন্দ্র চাহল। একদিনের বিশ্বকাপের দলে সুযোগ হয়নি। এবার বাদ পড়লেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল থেকেও।
তবে এই প্রথম নয়। এর আগেও বারবার ‘বলির পাঠা’ বানানো হয়েছে যুজবেন্দ্র চাহলকে। আগে নিজের বিরক্তি বা হতাশার বহিঃপ্রকাশ করলেও এখন আর তা করেন না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় একটি হাসি মুখের ইমোজি শেয়ার করেছেন তারকা লেগ স্পিনার।
এর আগেও দলে সুযোগ না পেয়ে ইমোজি শেয়ার করেছেন চাহল। দলে সুযোগ না পাওয়ার কারণে এই ইমোজি কিনা তা স্পষ্ট না হলেও, দল ঘোষণার পরই তা শেয়ার করেন চাহল। আর এতেই দুইয়ে-দুইয়ে চার করে নেন সকলে। অনেকের মতে, হাসি মুখের ইমোজি দিয়ে চাহল বোঝাতে চেয়েছেন আগে কষ্ট হতো এখন এ সব সয়ে গিয়েছে।
advertisement
advertisement
😊
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 20, 2023
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 5:35 PM IST