স্তনের সঙ্গে কমলালেবুর তুলনা! মহাবিপদে যুবরাজ সিং, বড়সড় বিতর্ক দেশজুড়ে

Last Updated:

YouWeCan in controversy- ওই বিজ্ঞাপনে যে মহিলা চরিত্রগুলি তুলে ধরা হয়েছিল সেগুলি এআই প্রযুক্তি ব্যবহার করে আঁকা। বিভিন্ন বিজ্ঞাপনের পোস্টারে এমনই বিভিন্ন নারী চরিত্রের হাতে একটি করে কমলালেবু ধরিয়ে দেওয়া হয়েছে।

মুম্বই : একটা বিজ্ঞাপন নিয়ে কেলেঙ্কারি কাণ্ড! দিল্লির মেট্রোয় দেখা যাচ্ছেল বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের ছবি তুলে নিজের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেন এক মহিলা। তাতেই বড়সড় বিতর্কে ক্রিকেটার যুবরাজ সিংয়ের এনজিও। সেই বিজ্ঞাপনে লেখা ছিল, ‘প্রত্যেক মাসে একবার অন্তত আপনার কমলালেবু পরীক্ষা করে দেখুন’!
স্তনের সঙ্গে ‘কমলালেবু’র তুলনা। এমনকী স্তনকে কমলালেবু বলে উল্লেখ! সমালোচনার মুখে পড়তে হল যুবরাজ সিংয়ের সংস্থা ‘ইউউইক্যান ফাউন্ডেশন’কে। ব্রেস্ট ক্যানসার সম্পর্কে মহিলাদের সতর্ক ও সচেতন করতে সম্প্রতি তাদের পক্ষ থেকে এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। অনেকেই বলেছেন, এটা উদ্ভট তুলনা। এই বিজ্ঞাপনকে অনেকেই ‘অসংবেদনশীল’ এবং ‘অস্বস্তিকর’ বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন- কেকেআর বাদ দিচ্ছে ৫ সুপার স্টার ম্যাচ উইনারকে! বড় ভুল করবে নাইটরা! জানুন বিশদে
ওই বিজ্ঞাপনে যে মহিলা চরিত্রগুলি তুলে ধরা হয়েছিল সেগুলি এআই প্রযুক্তি ব্যবহার করে আঁকা। বিভিন্ন বিজ্ঞাপনের পোস্টারে এমনই বিভিন্ন নারী চরিত্রের হাতে একটি করে কমলালেবু ধরিয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এর পর এক মহিলা সাংবাদিক তাঁর লিঙ্কডইন প্রোফাইলে সেই বিজ্ঞাপনের পোস্টার নিয়ে সরব হন। তিনি লেখেন, লাম্প রয়েছে কিনা, সেটা বোঝার জন্য আপনার স্তন পরীক্ষা করুন। কমলালেবু নয়। এই বিজ্ঞাপনে স্তন শব্দটা সরাসরি উল্লেখ করা হয়নি। আমরা যদি ব্রেস ক্যানসারের ব্রেস্ট শব্দ উচ্চারণই না করতে চাই, তা হলে কীভাবে এই বিষয়ে আলোচনা করব? কী করেই বা এই বিষয়ে মানুষকে সতর্ক করব? এটা আবার কেমন বুদ্ধি? শিশুদের তাদের গোপনাঙ্গগুলির সঠিক নাম, যেমন – ভ্যাজাইনা, পেনিস ইত্যাদি শেখানো হয়। এগুলো নিয়ে আলোচনা করলে তবেই তারা খারাপ স্পর্শের অর্থ বুঝবে। তার পর গিয়ে বাবা-মা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবে।
advertisement
আরও পড়ুন- প্রথম সেশনে নিউজিল্যান্ডকে বড় ধাক্কা দিতে পারল না ভারত! পুণেতে চলছে জোর টক্কর
এদিকে, যুবরাজ সিংয়ের এনজিও-র তরফে ওই মহিলা সাংবাদিককে ধন্যবাদ জানানো হয়েছে। এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করার জন্য তাঁকে ধন্যবাদ জানায় তারা। একইসঙ্গে তাদের বক্তব্য, ‘সরাসরি মানুষের সঙ্গে খোলাখুলিভাবে ব্রেস্ট ক্যানসার নিয়ে আলোচনা করা কতটা কঠিন সেটা আমরা জানি। অধিকাংশ মানুষই এই বিষয় এড়িয়ে যান। নিজের কোনও আপনজন এই রোগের দ্বারা আক্রান্ত হলে তবেই অনেকে আলোচনা করেন। তাই আমাদের এমনন উদ্যোগ।’
বাংলা খবর/ খবর/খেলা/
স্তনের সঙ্গে কমলালেবুর তুলনা! মহাবিপদে যুবরাজ সিং, বড়সড় বিতর্ক দেশজুড়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement