প্রধানমন্ত্রীকে বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে একী কাণ্ড ঘটালেন যুবরাজ !

Last Updated:

বিয়ের নিমন্ত্রণ কার্ডে প্রধানমন্ত্রী মোদির নামটাই ভুল লিখলেন যুবরাজ সিং ৷

#নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে এখন সংসদ উত্তাল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিন্দায় সরব এখন প্রায় সব বিরোধী দলগুলিই ৷ বিরোধীদের হই-হট্টগোলে প্রায় প্রতিদিনই সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে ৷ এই চরম পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে তাঁর বিয়েতে নিমন্ত্রণ করতে সংসদ ভবন গিয়েছিলেন ক্রিকেটার যুবরাজ সিং ৷ প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করতে গিয়ে একটা সাংঘাতিক ভুল করে বসলেন যুবি ৷ বিয়ের নিমন্ত্রণ কার্ডে প্রধানমন্ত্রী মোদির নামটাই ভুল লিখলেন তিনি ৷ মোদিকে যে কার্ডটি যুবরাজ দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রীর নাম লেখা রয়েছে ‘নরেন্দর মোদি’ ৷ যা আসলে হওয়ার কথা নরেন্দ্র মোদি’ ৷
আগামী ৩০ নভেম্বর মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচের সঙ্গে বিয়ে হতে চলেছে যুবরাজের ৷ বিয়ের অতিথিদের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিমন্ত্রণ করতে বৃহস্পতিবার সকালে ঠিক সময়েই পৌছে গিয়েছিলেন যুবি ৷ কিন্তু বিয়ের কার্ডে প্রধানমন্ত্রীর নামের বানান দেখে অবাক প্রত্যেকেই ৷ তাড়াহুড়োতে যুবরাজ ভুল লিখেছেন, নাকি ভারতীয় দলে নিজের পুরোনো সতীর্থ বীরেন্দর সহবাগের নামের বানানের সঙ্গে গুলিয়ে ফেলেই প্রধানমন্ত্রীর নাম যুবি নরেন্দর লিখলেন কি না, তা নিয়েই এখন জোর জল্পনা ৷
advertisement
খুব একটা জাঁকজমক ছাড়াই যুবরাজ-হ্যাজেলের বিয়ে হতে চলেছে বলে খবর ৷ আগামী ২৯ নভেম্বর টিম হোটেলে বিয়ের রিসেপশনে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের উপস্থিত থাকার কথা ৷ এরপর চণ্ডীগড়ের গুরুদ্বারাতে পরের দিন ৩০ নভেম্বর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে ৷ এছাড়া ২ ডিসেম্বর হিন্দুমতেও আরও একবার বিয়ে হওয়ার কথা রয়েছে ৷ দিল্লিতে সঙ্গীত এবং রিসেপশন হবে আগামী ৫ ও ৭ ডিসেম্বর ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
প্রধানমন্ত্রীকে বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে একী কাণ্ড ঘটালেন যুবরাজ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement