Yograj Singh: বন্দুক নিয়ে কপিল দেবকে খুন করতে গিয়েছিলেন যুবরাজ সিং-এর বাবা! যোগরাজ সিং-এর মন্তব্যে তোলপার!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Yograj Singh: নানা ঘটনা নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন যোগরাজ সিং। কিন্তু এবার যে মন্তব্য করলেন যুবরাজ সিংয়ের বাবা তাতে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটের অন্দরে।
যুবরাজ সিংয়ের ভারতীয় টেস্ট দলে সুযোগ না পাওয়া, অধিনায়ক না হতে পারা, জাতীয় দল থেকে বাদ পড়া থেকে ভারতীয় ক্রিকেটের নানা ঘটনা নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন যোগরাজ সিং। কিন্তু এবার যে মন্তব্য করলেন যুবরাজ সিংয়ের বাবা তাতে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটের অন্দরে।
রবিবার একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাতকার দিয়ে গিয়ে এমন ঘটনা সামনে এনেছেন যোগরাজ সিং যা শুনে চমকে গিয়েছেন সকলেই। ক্রিকেটার থাকাকালীন যোগরাজ সিংয়ের ভারতীয় দল থেকে বাদ পড়ার পর কপিল দেবের উপর রাগের কথা আমাদের জানা। কিন্তু এবার যোগরাজ জানালেন, কপিল দেবকে খুন করার পরিকল্পনা পর্যন্ত তিনি করে ফেলেছিলেন।
ওই ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে যোগরাজ সিং বলেছেন,”কপিল দেব অধিনায়ক হওয়ার পর আমাকে ভারতীয় দল, উত্তরাঞ্চল ও হরিয়ানা তিনটি দল থেকেই বাদ দিয়েছিলেন। কিন্তু কেন আমাকে বাদ দেওয়া হয়েছিল তার কোনও কারণ আমাকে জানানো হয়নি। আমি স্ত্রী বলেছিল কপিলের বাড়িতে গিয়ে এই বিষয়ে কথা বলতে। তবে আমি কপিলকে শিক্ষা দিতে চেয়েছিলাম।”
advertisement
advertisement
এরপরই চাঞ্চল্যকর ও শিউড়ে ওঠার মতন তথ্য সামনে আনেন তিনি। যোগরাজ সিং বলেন,”রাগের চোটে আমি কপিলকে খুন করার মত ভাবনাও আমার মাথায় চলে এসেছিল। আমি বাড়ি থেকে বন্দুক নিয়ে কপিলের বাড়ি গিয়েছিলাম। কিন্তু কপিল মাকে নিয়ে বাইরে আসায় বেঁচে যায়। বলে এসেছিলাম আজ তোর মা না থাকলে পিস্তলের গুলিতে তোর মাথা ফুটো করে দিতাম।”
advertisement
প্রসঙ্গত, কপিল দেবের কারণে দল থেকে বাদ পড়ার কারণেই জাতীয় দলেল তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হয়নি বলে অভিযোগ করেছেন যোগরাজ সিং। তারপরই তাঁর সব স্বপ্ন যুবরাজ পূরণ করবে বলে ঠিক করেছিলেন যোগরাজ। ভারতের হয়ে মাত্র একটি টেস্ট এবং ছয়টি একদিনের ম্যাচ খেলেছেন যুবরাজ সিংয়ের বাবা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 4:03 PM IST