Yuvraj Singh: প্রতিভার খোঁজে বাংলায় যুবরাজ সিং-এর অ্যাকাডেমি! স্বপ্নপূরণের সুযোগ উদীয়মান ক্রিকেটারদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Yuvraj Singh: যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্স বা ওয়াইএসসিই ও মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের যৌথ উদ্যোগে, আগামী ২৩ নভেম্বর কলকাতার মার্লিন রাইজে অনুষ্ঠিত হতে চলেছে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠান।
কলকাতা: এবার বাংলায় উদীয়মান ক্রিকেট প্রতিভাদের জন্য সূবর্ণ সুযোগ। স্বপ্নপূরণের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে দিতে বড় উদ্যোগ যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্স বা ওয়াইএসসিই ও মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের। সংস্থার উদ্যোগে আগামী ২৩ নভেম্বর কলকাতায় আয়োজিত হতে চলেছে ‘ট্যালেন্ট হান্ট’। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের তরুণ ক্রিকেটাররা এই ট্যালেন্ট হান্টে অংশ নিতে পারবেন।
কলকাতায় ওই দিন একদিনের ট্রায়াল অনুষ্ঠান শুরু হবে সকাল ৮ টা থেকে এবং চলবে দুপুর ৩ টে পর্যন্ত। পরিচালনা করবেন বিসিসিআই এর লেভেল ওয়ান কোচ এবং যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্সের প্রধান কোচ ক্রিকেটার ভিশাল ভাটিয়া। ট্যালেন্ট হান্ট থেকে নির্বাচিত প্লেয়াররা ওয়াইএসসিই-র অ্যাডভান্সড ট্রেনিং প্রোগ্রামে সম্পূর্ণ বৃত্তি বা স্কলারশিপ পাবেন, যা কলকাতার মার্লিন রাইজ, ক্লাব প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে।
advertisement

advertisement
এই ট্যালেন্ট হান্ট অনুষ্ঠান প্রসঙ্গে যুবরাজ সিং বলছেন,“ক্রিকেট ভারত জুড়ে জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে পূর্ব ভারতের অঞ্চলগুলিতে যেখান থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে। এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমরা চাই পূর্ব ভারতের অঞ্চলের ক্রিকেটারদের একটি প্ল্যাটফর্ম দিতে যাতে তারা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারে এবং স্বপ্ন পূরণের সুযোগ পায়।”
advertisement
প্রসঙ্গত, এর আগে এই ট্যালেন্ট হান্ট ট্রায়াল গত ৯ নভেম্বর ভুবনেশ্বর ও ১৭ নভেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল। এই ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে উড়িষ্যা, উত্তরবঙ্গ, সিকিম ও অসম সহ অন্যান্য উত্তর-পূর্ব রাজ্য থেকে প্রতিভাশালী তরুণ ক্রিকেটারদের চিহ্নিত করা হয়েছিল। গত ২৪ নভেম্বর পাটনাতে এই ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2024 7:11 PM IST