Yuvraj Singh: যুবরাজ ও হ্যাজেলের পরিবারে সুখবর, দ্বিতীয় সন্তানের বাব-মা হলেন তারকা দম্পতি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Yuvraj Singh: যুবরাজ সিং ও হ্যাজেল কিচের পরিবারে সুখবর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দ্বিতীয় সন্তানের আসার খবর দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটার। কন্যা সন্তান হওয়ার সুখবর দিয়েছেন যুবরাজ।
গত বছরই যুবরাজ সিং ও হ্যাজেল কিচ স্বাগত জানিয়েছিল তাদের প্রথম সন্তানকে। পুত্র সন্তানের বাবা-মা হয়েছিলেন এই তারকা জুটি। এক বছর যেতে না যেতেই ফের খুশির খবর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দ্বিতীয় সন্তানের আসার খবর দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটার। কন্যা সন্তান হওয়ার সুখবর দিয়েছেন যুবরাজ।
সোশ্যাল মিডিয়ায় য়ে ছবি শেয়ার করেছেব যুবরাজ সেখানে হ্যাজেল কিচের কোলে তাদের পুত্র সন্তান। আর যুবরাজ সিংয়ের কোলে সদ্যজাত কন্যা সন্তান। ছবি পোস্ট করে যুবরাজ সিং লিখেছেন,”নিদ্রাহীন রাতগুলি অনেক বেশি আনন্দদায়ক হয়ে উঠেছে কারণ আমরা আমাদের ছোট্ট রাজকন্যা অরাকে স্বাগত জানাই এবং আমাদের পরিবার এখন সম্পূর্ণ হয়েছে।”
Sleepless nights have become a lot more joyful as we welcome our little princess Aura and complete our family ❤️ @hazelkeech pic.twitter.com/wHxsJuNujY
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 25, 2023
advertisement
advertisement
আরও পড়ুনঃ Asia Cup 2023 Female TV Presenters: এশিয়া কাপে সুন্দরীদের মেলা! এবার মাঠের বাইরেও থাকবে আলাদা আকর্ষণ
যুবরাজ সিং সুখবর শেয়ার করার মুহূর্তের মধ্যে এই পোস্ট সোশ্যাল মিডিয়া ঝড় তোলে। যুবরাজ সিংয়ের ফ্যান ও অনুরাগীরা অভিনন্দন জানিয়েছেন এবং তাদের মঙ্গল কামনা করেছেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “অভিনন্দন! খুশি থাকুন!” অপর একজন লিখেছেন, “ঈশ্বর আপনার পরিবারের মঙ্গল করুন.” তৃতীয় লিখেছেন, “এটি খুবই আনন্দদায়ক। অনেক অনেক অভিনন্দন।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 7:18 PM IST