‘ম্যারেজ পিচে’ যুবি-হ্যাজেল, গুরুদ্বারে নতুন ইনিংস শুরু

Last Updated:

যুবরাজের বিয়ে সম্পন্ন। আজ, বুধবার চণ্ডীগড়ে পঞ্জাবি রীতি মেনেই হ্যাজেল কিচকে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার

#চণ্ডীগড়: যুবরাজের বিয়ে সম্পন্ন। আজ, বুধবার চণ্ডীগড়ে পঞ্জাবি রীতি মেনেই হ্যাজেল কিচকে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার। রাতে যুবির নতুন বাড়িতেই হবে ডিনার পার্টি।
দোফেরা সাহিব। চণ্ডীগড় থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই গুরদ্বারে হ্যাজেল কিচের সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন যুবরাজ সিং। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, এই দোফেরা সাহিব থেকেই শুরু হয়েছিল যোগরাজ এবং শবনমের সংসার জীবন। বুধবার সকাল থেকেই সরগরম ছিল হোটেল ললিত। প্রথা মেনেই এখানেই গায়ে হলুদ হয় হ্যাজেলের। এরপর বেলায় হোটেলের সামনেই এসে হাজির হয় বরযাত্রী। সেখান থেকেই শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই দোফেরা সাহিবে আসেন যুবরাজ এবং হ্যাজেল। জানা গিয়েছে, হিন্দু ও শিখ রীতি মেনেই সংসার জীবন শুরু করলেন দু’জনে।
advertisement
২ ডিসেম্বর যুবি-হ্যাজেলের বিয়ের প্রথম পার্টি। যে পার্টিতে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ভিভিআইপিরা। এই পার্টিতে যোগ দেবেন সচিন-সৌরভরা। মুম্বইয়ে টেস্ট খেলার আগে ওই দিন থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। ৪ তারিখ আরও একটি পার্টি আছে। যেটা হবে গোয়াতে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘ম্যারেজ পিচে’ যুবি-হ্যাজেল, গুরুদ্বারে নতুন ইনিংস শুরু
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement