ডোপ কেলেঙ্কারিতে ইউসুফ পাঠানকে সাসপেন্ড করল বোর্ড, আইপিএলে তাঁর ভবিষ্যৎ কী ?
Last Updated:
ডোপ টেস্টে ‘পজিটিভ’ ধরা পড়ায় পাঁচ মাসের নির্বাসন হল ইউসুফের ৷
#মুম্বই: নতুন বছরের শুরুতেই খারাপ খবর ইউসুফ পাঠানের জন্য ৷ ডোপ টেস্টে ‘পজিটিভ’ ধরা পড়ায় পাঁচ মাসের নির্বাসন হল তাঁর ৷ ভারতীয় দল থেকে অনেক দিন হল বাদ পড়েছেন ইউসুফ ৷ এখন ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল-ই ভরসা তাঁর ৷ এই সময় সাসপেনশন যে ইউসুফের জন্য মোটেই ভাল খবর নয়, তা বিলক্ষণ জানেন তিনি ৷ তবে একটাই স্বস্তির খবর যে পাঠানের সাসপেনশন গত বছর ১৫ অগাস্ট থেকে ধরা হয়েছে ৷ এর ফলে ১৪ জানুয়ারির মধ্যেই উঠে যাচ্ছে তাঁর সাসপেনশন ৷ তবে বরোদার হয়ে বোর্ডের ঘরোয়া টি২০ টুর্নামেন্টে এখনই খেলা হচ্ছে না ইউসুফের ৷ তাঁকে দলে না রাখারই নির্দেশ দিয়েছে বিসিসিআই ৷
ডোপ পরীক্ষার পর ইউসুফের মূত্রের নমুনায় এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে , যা বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি (WADA)-র ‘ব্যানড সাবস্টেন্স’-এর তালিকাতেই পরে ৷ তবে এর জন্য আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলামে অংশ নিতে তাঁর কোনও সমস্যা হবে না ৷ নির্বাসন চলতি মাসের ১৪ তারিখেই শেষ হয়ে যাচ্ছে বলে আইপিএলে খেলার ক্ষেত্রেও কোনও সমস্যা নেই পাঠানের ৷ গত বছর ১৬ মার্চ দিল্লিতে বোর্ডের ডোপ পরীক্ষার কর্মসূচীতে সব ক্রিকেটারদের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই পরীক্ষাতেই ‘পজিটিভ’ ধরা পড়েন ইউসুফ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2018 3:35 PM IST