উমরান মালিককে কেন হিংসে করে পাকিস্তান? কাশ্মীরি বলেই কী হজম হয় না আখতার, ওয়াকারদের !

Last Updated:

Young Pakistani pacer Zaman Khan challenge Umran Malik in PSL. ভারতের পেসার উমরান মালিককে কেন হিংসে করে পাকিস্তান?

উমরানকে চ্যালেঞ্জ পাকিস্তানি জামানের
উমরানকে চ্যালেঞ্জ পাকিস্তানি জামানের
শ্রীনগর: ভারতের ফাস্ট বোলিং ইউনিটের সবচেয়ে গতিময় বল করার রেকর্ড তার দখলেই রয়েছে। ১৫৭ কিলোমিটার গতিতে সেই বল উমরান মালিক করেছিলেন শ্রীলংকার বিপক্ষে। ভেঙে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহর রেকর্ড। ইতিমধ্যেই উমরান মালিক নিয়ে পাকিস্তানের বিভিন্ন প্রাক্তন তারকারা নিজেদের মত প্রকাশ করেছেন। শোয়েব আখতার থেকে শুরু করে ওয়াকার ইউনিস ছিলেন সেই তালিকায়।
কিন্তু এবার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের এক ফাস্ট বোলার চ্যালেঞ্জ জানিয়ে বসলেন উমরান মালিককে। জামান খান নামের এক পেসার পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার দলের হয়ে খেলবেন। জামান জানিয়েছেন তিনি এই পিএসএলেই উমরান মালিকের রেকর্ড ভেঙে দেবেন। তিনি মনে করেন পেস নিয়ে তার চিন্তা করার খুব একটা কারণ নেই। কারণ পেস তার স্বাভাবিক ব্যাপার।
advertisement
উমরান মালিকের ১৫৭ কিলোমিটার ভেঙে দিতে তার বেশি সময় লাগবে না। তবে জামান খান জানিয়েছেন প্রতি ম্যাচে ভাল পারফর্ম করা আসল লক্ষ্য। তার জন্য অনেক পরিশ্রম করতে রাজি আছেন। আসল লক্ষ্য পাকিস্তান সিনিয়র দলে সুযোগ পাওয়া। তার আগে নিজেকে প্রমাণ করতে চান পিএসএলে।
advertisement
advertisement
তবে পাকিস্তানের জামানের চ্যালেঞ্জের পাল্টা জবাব হিসেবে কিছুই বলেননি উমরান। তিনি জানেন কাশ্মীরি বলেই এবং ভারতের জার্সিতে খেলছেন বলেই তাকে নিয়ে হিংসে করে পাকিস্তান। তবে এর জবাব মুখে দেওয়ার প্রয়োজন মনে করেন না মালিক। এর আগেও মহম্মদ শামিকে নিয়ে ধর্ম তুলে সুড়সুড়ি দিয়েছিল পাকিস্তান।
এটা তাদের পুরনো কাজ। অথচ নিজেদের হিন্দু ক্রিকেটার দানিশ কনেরিয়া দলে এক ঘরে হয়ে থাকতেন সেটা কে না জানে? তাও দালালি কমেনি পাকিস্তানের। উমরান মালিক অবশ্য মনে মনে জানেন মুখে নয়, পাকিস্তানের সঙ্গে মাঠে দেখা হলে জবাব দেবেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
উমরান মালিককে কেন হিংসে করে পাকিস্তান? কাশ্মীরি বলেই কী হজম হয় না আখতার, ওয়াকারদের !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement