‘‘রূপোর পদক কুদুকোভের পরিবারের কাছেই থাকুক ’’: যোগেশ্বর

Last Updated:

পড়ে পাওয়া পদকের জন্য এখন আর তাই লোভ করতে চাইছেন না ভারতীয় কুস্তিগির ৷

#নয়াদিল্লি: রিও অলিম্পিকে সেভাবে তিনি কিছু করতে পারেননি ৷ কিন্তু বাড়িতে বসে বসেই হঠাৎ একটা সুখবর পেয়ে গিয়েছেন তিনি ৷ সেটা হল চার বছর আগে লন্ডন অলিম্পিকে তাঁর ব্রোঞ্জ পদক রূপোতে পরিণত হয়েছে ৷ কারণ লন্ডনে তাঁর ইভেন্টে রূপো জিতেছিলেন রুশ কুস্তিগির বেসিক কুদুখোভ। পরবর্তী কালে যাঁর দুর্ঘটনায় মৃত্যু হয়। সেই কুদুখব কয়েক দিন আগেই ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তাই নিয়ম অনুযায়ী ওই বিভাগের ব্রোঞ্জজয়ী যোগেশ্বর পেয়ে যাচ্ছেন কুদুখবের রুপোটি। কিন্তু এপর্যন্ত সব ঠিক থাকলেও মানবিক কারণেই এখন আর রূপোর পদক নিতে বাধ সাধছে যোগেশ্বরের মনে ৷
advertisement
পড়ে পাওয়া পদকের জন্য এখন আর তাই লোভ করতে চাইছেন না ভারতীয় কুস্তিগির ৷মানবিক কারণেই লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্ত এখন নতুন করে রুপোর পদক নিতে অনিচ্ছুক। এ কথা আজ তিনি স্বয়ং ট্যুইট করে  জানিয়েছেন। যদিও তাঁর গলায় সত্যিই শেষ পর্যন্ত রুপোর পদক ঝুলবে কিনা নির্ভর করবে যোগেশ্বরের লন্ডন অলিম্পিক্সের সময় নেওয়া মূত্রের নমুনা নতুন করে পরীক্ষা করার পর। পুরো ব্যাপারটাই এখন ওয়াডার হাতে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘রূপোর পদক কুদুকোভের পরিবারের কাছেই থাকুক ’’: যোগেশ্বর
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement