মঙ্গোলিয়ার প্যাঁচে সোনার স্বপ্ন ভাঙল যোগেশ্বরের, প্রথম রাউন্ডেই পরাজিত

Last Updated:

রিও অলিম্পিকে মহিলা কুস্তিতে ব্রোঞ্জ পেয়ে ভারতের হয়ে প্রথম পদকটি জিতেছিলেন হরিয়ানার মেয়ে সাক্ষী ৷

#রিও দি জেনেইরো: রিও অলিম্পিকে মহিলা কুস্তিতে ব্রোঞ্জ পেয়ে ভারতের হয়ে প্রথম পদকটি জিতেছিলেন হরিয়ানার মেয়ে সাক্ষী ৷ ব্যাডমিনটন কোটে অসম্ভব লড়ে রুপোর পদক জিতলেন পিভি সিন্ধু ৷ তারপরই আশা জেগেছিল কুস্তিগীর যোগেশ্বর দত্ত-ও হয়তো পদক ছিনিয়ে নেবেন অলিম্পিকে ৷ কিন্তু সে স্বপ্ন আপাতত ভাঙল ৷ অলিম্পিকে পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে প্রথম রাউন্ডেই পরাজিত হলেন যোগেশ্বর ৷ প্রথম রাউন্ডে মঙ্গোলিয়ার প্রতিপক্ষের প্যাঁচে পদক জেতার আশা ছিটকে গেল নিমেষেই ৷
লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ্বর ৷ তাই রবিবারের ম্যাচে একটু হলেও কনফিডেন্ট ছিলেন তিনি ৷ তবে মঙ্গোলিয়ার মান্দাখনারান গঞ্জোরিগিনের দক্ষ প্যাঁচে প্রথম রাউন্ডেই কুপোকাত হলেন যোগেশ্বর দত্ত ৷ প্রথম রাউন্ডেই ০-৩-এ হেরে গেলেন ভারতীয় কুস্তিগীর ৷
অন্যদিকে নরসিং যাদবের নির্বাসনের খবরে কালো ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে ভারতীয় শিবির। তবে সেই ঘটনাকে মন থেকে সরিয়েই রেখেই আজ শেষদিনে রিওতে নেমছিলেন যোগেশ্বর ৷ নরসিং যাদবের কথা প্রসঙ্গে ৩৩ বছর বয়সি এই কুস্তিগির জানিয়েছেন, ‘‘ঘটনাটা খুবই দুঃখজনক। কিন্তু আমাদেরও কিছু করার নেই। সমস্ত ঘটনা ভুলে নিজেকে তৈরি রাখতে চাই।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মঙ্গোলিয়ার প্যাঁচে সোনার স্বপ্ন ভাঙল যোগেশ্বরের, প্রথম রাউন্ডেই পরাজিত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement