মঙ্গোলিয়ার প্যাঁচে সোনার স্বপ্ন ভাঙল যোগেশ্বরের, প্রথম রাউন্ডেই পরাজিত

Last Updated:

রিও অলিম্পিকে মহিলা কুস্তিতে ব্রোঞ্জ পেয়ে ভারতের হয়ে প্রথম পদকটি জিতেছিলেন হরিয়ানার মেয়ে সাক্ষী ৷

#রিও দি জেনেইরো: রিও অলিম্পিকে মহিলা কুস্তিতে ব্রোঞ্জ পেয়ে ভারতের হয়ে প্রথম পদকটি জিতেছিলেন হরিয়ানার মেয়ে সাক্ষী ৷ ব্যাডমিনটন কোটে অসম্ভব লড়ে রুপোর পদক জিতলেন পিভি সিন্ধু ৷ তারপরই আশা জেগেছিল কুস্তিগীর যোগেশ্বর দত্ত-ও হয়তো পদক ছিনিয়ে নেবেন অলিম্পিকে ৷ কিন্তু সে স্বপ্ন আপাতত ভাঙল ৷ অলিম্পিকে পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে প্রথম রাউন্ডেই পরাজিত হলেন যোগেশ্বর ৷ প্রথম রাউন্ডে মঙ্গোলিয়ার প্রতিপক্ষের প্যাঁচে পদক জেতার আশা ছিটকে গেল নিমেষেই ৷
লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ্বর ৷ তাই রবিবারের ম্যাচে একটু হলেও কনফিডেন্ট ছিলেন তিনি ৷ তবে মঙ্গোলিয়ার মান্দাখনারান গঞ্জোরিগিনের দক্ষ প্যাঁচে প্রথম রাউন্ডেই কুপোকাত হলেন যোগেশ্বর দত্ত ৷ প্রথম রাউন্ডেই ০-৩-এ হেরে গেলেন ভারতীয় কুস্তিগীর ৷
অন্যদিকে নরসিং যাদবের নির্বাসনের খবরে কালো ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে ভারতীয় শিবির। তবে সেই ঘটনাকে মন থেকে সরিয়েই রেখেই আজ শেষদিনে রিওতে নেমছিলেন যোগেশ্বর ৷ নরসিং যাদবের কথা প্রসঙ্গে ৩৩ বছর বয়সি এই কুস্তিগির জানিয়েছেন, ‘‘ঘটনাটা খুবই দুঃখজনক। কিন্তু আমাদেরও কিছু করার নেই। সমস্ত ঘটনা ভুলে নিজেকে তৈরি রাখতে চাই।’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
মঙ্গোলিয়ার প্যাঁচে সোনার স্বপ্ন ভাঙল যোগেশ্বরের, প্রথম রাউন্ডেই পরাজিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement