IND vs AUS: দ্বিতীয় ওয়ান ডে-তেই বাদ রোহিত? ভারতীয় দলের অনুশীলনে মিলল বড় ইঙ্গিত! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 2nd ODI: ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার পার্থে প্রত্যাবর্তন ম্যাচে ব্যর্থতার পর আবারও প্রশ্ন উঠেছে তার ফর্ম ও ভবিষ্যৎ নিয়ে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আগে রোহিতকে বসিয়ে যশস্বী জয়সওয়ালকে খেলানো হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।
ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার পার্থে প্রত্যাবর্তন ম্যাচে ব্যর্থতার পর আবারও প্রশ্ন উঠেছে তার ফর্ম ও ভবিষ্যৎ নিয়ে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আগে রোহিতকে বসিয়ে যশস্বী জয়সওয়ালকে খেলানো হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। লতি বছরের ফেব্রুয়ারিতে নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই অভিষেক করা জয়সওয়াল এরপর আর ভারতের মূল একাদশে সুযোগ পাননি। অস্ট্রেলিয়ার মাটিকে যশস্বীর ভাগ্য ফেরা নিয়ে জোর চর্চা।
শুভমান গিল ও রোহিত শর্মা বর্তমানে ভারতের নির্ভরযোগ্য ওপেনিং জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এর মধ্যেই গিলকে ওডিআই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা ভবিষ্যতের দিক নির্দেশ করছে। অন্যদিকে, রোহিতের বয়স এবং ফর্ম নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে, যেটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে।
advertisement
এই প্রেক্ষাপটে অ্যাডিলেডে ভারতের প্র্যাকটিস সেশনে রোহিত ও জয়সওয়ালকে একসঙ্গে দেখা গেছে। রোহিত জয়সওয়ালের ব্যাট হাতে নিয়ে কিছু শ্যাডো প্র্যাকটিস করেন এবং তরুণ এই ব্যাটারকে কিছু টিপস দেন। তাদের এই মুহূর্ত ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে এবং অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন তাহলে শিগগিরই কি জয়সওয়াল প্রথম একাদশে সুযোগ পাবেন।
advertisement
Rohit Sharma and Yashasvi Jaiswal were seen together during the training session at the Adelaide Oval ahead of the second ODI against Australia. It seems as if Rohit was giving Yashasvi some tips. Love their bond! #RohitSharma???? #AUSvIND #TeamIndia @Cricketracker pic.twitter.com/YXayqW2ySH
— Arvind Krishnan (@ArvindKP24) October 21, 2025
advertisement
ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটক ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, “সে স্কোয়াডে আছে, অনুশীলন করছে এবং তার মতো তরুণরা জানে তাদের সময় আসবে। প্রস্তুতি ঠিকঠাক রাখাটাই গুরুত্বপূর্ণ।” তার বক্তব্যে পরিষ্কার, এখনই জয়সওয়ালকে একাদশে দেখা যাবে না, তবে সুযোগ এলে পারফর্ম করাটাই আসল চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ IND vs AUS: এক সুযোগেই ইতি! দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দল থেকে বাদ ২ তারকা! কারা থাকছে একাদশে?
advertisement
সব মিলিয়ে, রোহিতের ফর্ম ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি জয়সওয়ালের অপেক্ষা এবং সম্ভাবনা ঘিরে চর্চার শেষ নেই। ভারতীয় দলের আগামী সিদ্ধান্তগুলিই নির্ধারণ করবে, ভবিষ্যতের ওপেনিং জুটি কাদের নিয়ে গঠিত হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 6:22 PM IST