WTC Final 2023: ওভালের পিচে জুজু দেখেছেন স্মিথ? এখন থেকেই ভয়! দলকে সাবধান করে দিলেন অজি তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023: ৭ জুন ভারতীয় দলের বিরুদ্ধে মহারণে নামার আগে অনুশীলনে কোনও খামতি রাখছেন না ব্যাগি গ্রিনরাতবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরুর হওয়ার আগে ওভালের পিচ ও দুই ভারতীয় বোলার নিঠে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সাবধান করে দিলেন স্টিভ স্মিথ।
ওভাল: প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া। ৭ জুন ভারতীয় দলের বিরুদ্ধে মহারণে নামার আগে অনুশীলনে কোনও খামতি রাখছেন না ব্যাগি গ্রিনরা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরুর হওয়ার আগে ওভালের পিচ ও দুই ভারতীয় বোলার নিঠে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সাবধান করে দিলেন স্টিভ স্মিথ। এখন থেকেই পরিকল্পনা না করে এগোলে ফল খারাপ হতে পারে সেই আশঙ্কার কথাও শুনিয়ে রেখেছেন অজি তারকা।
সম্প্রতি ভারত সফরে এসে টেস্ট সিরিজ হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই সিরিজের ফল হয়েছিল ২-১। ভারতীয় উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনের ভেলকি একপ্রকার রাতের ঘুম কেড়ে নিয়েছিল অজি ব্যাটারদের। এবা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ওভালে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে বল টার্ন করার আশঙ্কা করছেন স্টিভ স্মিথ। তাই অশ্বিন-জাদেজা জুটির থেকে দলকে সাবধান করে দিয়েছেম স্মিথ।
advertisement
advertisement
ওভালের উইকেট বরাবর ব্যাটিং সহায়ক হয়ে থাকে। তবে পেসারদের জন্য পেস ও বাউন্স থাকে উইকেটে। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে ওভালে বল স্পিন করবে বলেও মনে করছেন স্টিভ স্মিথ। তিনি বলেছেন,ওভালে ম্যাচের সময় বাড়ার সঙ্গে ওভালে কখনও বল ঘুরতেও পারে। তাই ভারতে খেলতে গিয়ে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে যে সমস্যায় আমরা পড়েছিলাম তার পুনরাবৃত্তি হওয়া অসম্ভব নয়।’’ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই কথা জানিয়েছেন স্মিথ।
advertisement
প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য জোর কদমে অনুশীলন করছ ভারতীয় দলও। আইপিএল শেষেই এই ফাইনাল হওয়ায় ক্রিকেটার বাড়তি ঘাম ঝরাচ্ছেন বিদেশের উইকেটে লাল বলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে উঠে ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের। দ্বিতীয় সুযোগে সেই আক্ষেপ মিটিয়ে নিতে বদ্ধপরিকর রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 5:38 PM IST