David Warner Retirement: টেস্ট চ্যাাম্পিয়নশিপের ফাইনালে আগে অবসর ঘোষণা ওয়ার্নারের! জানিয়ে দিলেন নিজের শেষ ম্যাচ সম্পর্কে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
David Warner Retirement: লাল বলের বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ের আগে নিজের কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ে নিলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারষ মিজের অবসর নিয়ে সিদ্ধান্ত বা পরিকল্পনার কথা জানিয়ে দিলেন ওয়ার্নার।
লন্ডন: সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ জুন থেকে মেগা ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তার আগে জোর কদমে অনুশীলন সারছে দুই দল। তবে লাল বলের বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ের আগে নিজের কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ে নিলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের অবসর নিয়ে সিদ্ধান্ত বা পরিকল্পনার কথা জানিয়ে দিলেন ওয়ার্নার। কোন সিরিজ খেলে টেস্ট ক্রিকেট ও কোন সিরিজ খেলে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেবেন জানিয়ে দিলেন ওয়ার্নার।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে পাখির চোখ করে লন্ডনে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই অনুশীলন শুরু করেছে। টেস্ট ক্রিকেট বিশ্বসেরা হতে বদ্ধপরিকর প্যাট কামিন্স ও রোহিত শর্মার দল। তার আগে ডেভিড ওয়ার্নার জানালেন,”বর্তমানে দলে টিকে থাকতে হলে পারফর্ম করতে হবে। তা না হলে কারও জায়গা পাকা নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজে খেলার পর আমি পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলব। সেখানেই আমার শেষ ম্যাচ হবে। আর ২০২৪ সালের বিশ্বকাপ আমার কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে”।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ব্যাগি গ্রিনদের হয়ে দীর্ঘ বছর সার্ভিস দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। তিন ফর্ম্যাটের ক্রিকেটেই তিনি সমানভাবে সফল। দীর্ঘ বছর ধরে অস্ট্রেলিয়া ওপেনিংয়ে বড় স্তম্ভ ওয়ার্নার। টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ১০৩টি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। রান করেছেন ৮১৫৮, শতরান ২৫টি। ওডিআই ক্রিকেটে ১৪২টি ম্যাচে দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন ওয়ার্নার। ১৯টি শতরান সহ মোট ৬০৩০ রান করেছেম অজি তারকা। টি-২০ ক্রিকেটে ১টি শতরান সহ ২৮৯৪ রান করেছেন ওয়ার্নার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 9:56 PM IST