• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • সাবাইনা পার্কে সবুজ উইকেট, বাড়তি বাউন্সের অনুশীলনে ঋদ্ধিমান

সাবাইনা পার্কে সবুজ উইকেট, বাড়তি বাউন্সের অনুশীলনে ঋদ্ধিমান

সিরিজ ১-০। সাবাইনা পার্কে সবুজ উইকেট। তবু কণ্ডিশন নিয়ে অবিচল প্রথম টেস্টে অনায়াসে জেতা ভারত।

সিরিজ ১-০। সাবাইনা পার্কে সবুজ উইকেট। তবু কণ্ডিশন নিয়ে অবিচল প্রথম টেস্টে অনায়াসে জেতা ভারত।

সিরিজ ১-০। সাবাইনা পার্কে সবুজ উইকেট। তবু কণ্ডিশন নিয়ে অবিচল প্রথম টেস্টে অনায়াসে জেতা ভারত।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #জামাইকা:  সিরিজ ১-০। সাবাইনা পার্কে সবুজ উইকেট। তবু কণ্ডিশন নিয়ে অবিচল প্রথম টেস্টে অনায়াসে জেতা ভারত। দ্বিতীয় টেস্টের আগে ফোলা বুড়ো আঙুলেও মহড়ায় বিজয়। বাড়তি বাউন্সের অনুশীলনে ঋদ্ধিমান। ক‍্যারিবিয়ান দলে নতুন মুখ ১৯ বছরের পেসার আলজারি।

  টেস্টের ৪৮ ঘন্টা আগেও সাবাইনা পার্কের উইকেটে পুরু ঘাসের চাদর। অন্য সময় হলে সফরকারী ভারতীয় দলের কাছে রীতিমত আতঙ্কের ছবি। কিন্তু কুম্বলের তরুণ ভারত অ‍্যাটিটিউডে পূর্বসুরীদের থেকে সম্পূর্ণ ভিনগ্রহের। ২২ গজকে পাত্তাই না দিয়ে অমিত মিশ্র জানিয়ে দিলেন, কণ্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোনও অসুবিধে নেই। শরীরী ভাষায় প্রথম টেস্টে ইনিংস আর ৯২ রানে জেতার আত্মবিশ্বাস ঝলকাচ্ছে। অ‍্যান্টিগার তুলনায় কিংসটনে গরম আর আর্দ্রতা কিছুটা বেশি। বুড়ো আঙুল ফুলে থাকায় কিছুটা হাল্কা অনুশীলন করলেন মুরলী বিজয়। অন্য ওপেনার শিখর ধাওয়ান অবশ্য চুটিয়ে ব‍্যাটিং করলেন থ্রো-ডাউন সেশনে।

   মনস্তাত্ত্বিক চাপের খেলায় দ্বিতীয় টেস্টে আলজারি জোসেফকে দলে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বছরের অ‍্যান্টিগার ফাস্ট বোলার এই মুহূর্তে ক‍্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দ্রুততম। ইঙ্গিতটা পরিস্কার, জামাইকার উইকেটে বল বাড়তি ক‍্যারি করবে। সম্ভবত সেই কারণেই, কিপিং অনুশীলনে বাড়তি সময় দিলেন ঋদ্ধিমান সাহা। তবে প্রথম এগারো নিয়ে এখনই বেশি ভাবছে না ভারত। সাবাইনা পার্কেও তিন পেসার, দুই স্পিনারের উইনিং কম্বিনেশনই ধরে রাখতে পারেন কুম্বলে-কোহলিরা। বিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের শক্তিতে আস্থাই নতুন টিম ইন্ডিয়ার সেরা অস্ত্র।

  First published: