Wriddhiman Saha: "অতীতের ঘটনা মনে রাখতে চাই না, স্ত্রী ও ‘দাদা’-র জন্যেই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফিরেছি" অকপট ঋদ্ধিমান

Last Updated:

Wriddhiman Saha: বছর দুয়েক আগে সিএবি কর্তা দেবব্রত দাসের সঙ্গে মনোমালিন্যের জেরে বাংলা ছেড়েছিলেন। এমনকি ভারতীয় টেস্ট দলে বাদ পড়ার সময় তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভের দিকে অভিমানের সুর চরিয়েছিলেন। তবে পাপালি অবশ্য তাঁর অতীত মনে রাখতে চান না। বরং তিনি ত্রিপুরার হয়ে খেলা শেষ দুই মরশুমের কথা ভুলে বাংলার হয়ে নিজেকে উজাড় করে দিতে চান।

ভারতীয় টেস্ট দলে বাদ পড়ার সময় তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভের দিকে অভিমানের সুর চরিয়েছিলেন।
ভারতীয় টেস্ট দলে বাদ পড়ার সময় তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভের দিকে অভিমানের সুর চরিয়েছিলেন।
কলকাতা: স্ত্রী ও সৌরভের জন্যই বাংলায় ফিরেছি। অতীতের কোন ঘটনা মনে রাখতে চাই না। আমি বর্তমান নিয়ে ভাবি। দু’বছর বাংলার হয়ে না খেললেও প্রতি মুহূর্তে বাংলার খবর রাখতাম। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে অকপট ঋদ্ধিমান সাহা।
সিঙ্গাপুর থেকে পরিবার নিয়ে ছুটি কাটিয়ে দিন দুয়েক আগেই কলকাতায় ফিরেছেন। আর ফেরার পরই যোগ দিয়েছিলেন BPTL এর দল মেদিনীপুর উইজার্ডের অনুশীলনে। দলের মার্কি অভিমুন্য ঈশ্বরন চোটের কারণে ছিটকে যাওয়ায় পরিবর্তন হিসেবে দলে ঢুকেছেন ঋদ্ধি।
advertisement
advertisement
বুধবার স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে মেদিনীপুরের হয়ে ইডেন গার্ডেন্সে খেলতে নামছেন ঋদ্ধিমান সাহা। দুই বছর পর বাংলায় প্রত্যাবর্তনের পর প্রথমবার মাঠে নামবেন ৪০ টেস্ট খেলা ভারতীয় ক্রিকেটার। বছর দুয়েক আগে সিএবি কর্তা দেবব্রত দাসের সঙ্গে মনোমালিন্যের জেরে বাংলা ছেড়েছিলেন।
—- Polls module would be displayed here —-
advertisement
এমনকি ভারতীয় টেস্ট দলে বাদ পড়ার সময় তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভের দিকে অভিমানের সুর চরিয়েছিলেন। তবে পাপালি অবশ্য তাঁর অতীত মনে রাখতে চান না। বরং তিনি ত্রিপুরার হয়ে খেলা শেষ দুই মরশুমের কথা ভুলে বাংলার হয়ে নিজেকে উজাড় করে দিতে চান। তার আগে বেঙ্গল প্রো টি২০ লিগের দিকে এখন পাখির চোখ পাপালির। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর উইজার্ড দলের মার্কি ক্রিকেটার হিসেবে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে ঋদ্ধি ফাঁস করেছেন তাঁর বাংলায় প্রত্যাবর্তনের রহস্য।
advertisement
পাপালির কথায়, “বাংলা থেকেই ক্রিকেট খেলা শুরু করেছিলাম। মাঝের দুই বছর ছিলাম না এখানে। স্ত্রী রোমি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যই বাংলায় ফিরলাম। জানি না বাংলা দলের হয়ে খেলার সুযোগ পাব কিনা। তার আগে এখন বেঙ্গল প্রো টি২০ লিগ নিয়েই ভাবছি।” ঋদ্ধিমানের পাশে বসে মেদিনীপুর দলের মেন্টর তথা বাংলা ক্রিকেট দলের হেড কোচ লক্ষ্মীরতন শুক্লাও ঋদ্ধিমান সাহাকে প্রশংসায় ভরিয়ে দেন।
advertisement
লক্ষ্মী বলেন, “ঋদ্ধিমানকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। ও আমাদের দলের স্পেশাল ক্রিকেটার। আশা করব, মেদিনীপুর দলকে নয়া দিশা দেবে ঋদ্ধিমান।” ত্রিপুরা থেকে ঋদ্ধিমান ছাড়াও বাংলার আরেক ক্রিকেটার সুদীপ চট্টোপাধ্যায় ফিরেছেন। মেদিনীপুর দলের অধিনায়কের দায়িত্ব রয়েছেন সুদীপ।
Eron Roy Burman
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Wriddhiman Saha: "অতীতের ঘটনা মনে রাখতে চাই না, স্ত্রী ও ‘দাদা’-র জন্যেই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফিরেছি" অকপট ঋদ্ধিমান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement