চার বছরের নির্বাসন, ‘বিধ্বস্ত’ তিনি জানালেন হতাশ নরসিং
Last Updated:
রিওতে নামা আর শেষপর্যন্ত হচ্ছে না কুস্তিগীর নরসিং যাদবের ৷
#নয়াদিল্লি: নাডার ছাড়পত্র পাওয়ার পরই আশার আলো দেখা গিয়েছিল ৷ কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি দপ করে নিভে যাবে, তা হয়তো কেউই আশা করেননি ৷ শেষপর্যন্ত অবশ্য এত লড়াইয়ের পরও হার মানতেই হল ৷ রিওতে নামা আর শেষপর্যন্ত হচ্ছে না কুস্তিগীর নরসিং যাদবের ৷ ওয়াডার সিদ্ধান্তে চার বছরের জন্য নির্বাসিত হলেন তিনি ৷ রায়ের পর স্বভাবতই ভেঙে পড়েছেন নরসিং ৷
নাডার বাধা টপকালেও কোর্ট অব আরবিট্রেশনের বাধা তিনি টপকাতে পারবেন কি না তা নিয়ে বৃহস্পতিবার সারা দিন ছিল টানটান উত্তেজনা। আজ, শুক্রবারই ছিল তাঁর ৭৪ কেজির ইভেন্ট। কিন্তু সেখানে আর নামা হল না নরসিংয়ের ৷ অলিম্পিকে না নেমেই ফিরে আসতে হচ্ছে নরসিংকে ৷
ভারতীয় সময় শুক্রবার সন্ধেয় নরসিং-এর লড়াই ছিল ফ্রান্সের জেলিম খান খাদজিয়েভের বিরুদ্ধে। সেই ইভেন্টে নরসিংহের নাম দেখার পরেই কেউ কেউ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রটিয়ে দেন নরসিংহ মুক্ত হয়ে গিয়েছেন। কিন্তু বাস্তবে সেটা রটনাই ছিল ৷ নরসিং এ দিন শুনানিতেও হাজির ছিলেন না। তিনি প্র্যাকটিসে গিয়েছিলেন। সিদ্ধান্ত জানার পর ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিং বলেন, “এই সিদ্ধান্তে আমরা শোকাহত। নরসিং একেবারেই ভেঙে পড়েছেন। এমন সময় এই শুনানির কথা আমাদের জানানো হয়েছে যে, আমরা আইনজীবী নিয়োগেরও সময় পাইনি। যত দ্রুত সম্ভব নরসিং গেমস ভিলেজ ছেড়ে দেবেন।”
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2016 10:00 AM IST