WPL 2023: প্রথম ম্যাচে টস জিতেলন বেথ মুনি, হরমনপ্রীতের মুম্বইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ গুজরাট অধিনায়কের
- Published by:Sudip Paul
Last Updated:
WPL 2023: নতুন ইতিহাসের সাক্ষী থাকল ভারতীয় মহিলা ক্রিকেট। মহিলা আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত গুজরাটের।
মুম্বই: অবশেষে সব প্রতীক্ষার অবসান। নতুন ইতিহাসেরপ সাক্ষী থাকল ভারতীয় মহিলা ক্রিকেট। দীর্ঘ দিনের মহিলা ক্রিকেটারদের স্বপ্ন পূরণ করে আনু্ঠানিকভাবে শুরু হল উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৩। মহিলা আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের মুম্বই ইন্ডিয়ান্স ও অপরদিকে বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার তারকা উইকেটকিপার ব্যাটার বেথ মুনির গুজরাট জায়ান্টস। মুম্বইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে মুখোমুখি দুই দল।
🚨 Toss Update 🚨@GujaratGiants have won the toss and they have elected to bowl first against @mipaltan in Match 1⃣ of the #TATAWPL! pic.twitter.com/HCuPYBEfft
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
advertisement
মহিলা আইপিএলের প্রথম ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচে টস ভাগ্য সাথ দিল না হরমনপ্রীত কউরের। টস জিতলেন গুজরাট জায়ান্টসের অধিনায়কর বেথ মুনি। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট অধিনায়ক। পিচে ঘাস থাকায় ও পিচ শিশিরের কারণে রাতের দিকে বেশি ব্যাটিং সহায়ক হওয়ায় বোলিং করার সিদ্ধান্ত বলে জানান বেথ মুনি। টস হারলেও আত্মবিশ্বাসী হরমনপ্রীত কউর। প্রথমে ব্যাট করে বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য বলে জানান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
advertisement
Take a look at the Playing XIs of the two teams 👌👌 Who are you rooting for - 🧡 or 💙 #TATAWPL pic.twitter.com/mKYOHEqavZ
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: হরমনপ্রীত কউর (অধিনায়ক), যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হেইলি ম্যাথিউজ, পুজা বস্ত্রকর, ইসাবেল ওঙ্গ, হুমারিয়া কাজি, এমিলয়া কের, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ঈশাক।
advertisement
গুজরাট জায়ান্টসের একাদশ: বেথ মুনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বিনেনি মেঘনা, হারলিন দেওল, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, দয়ালান হেমলতা, জর্জিয়া ওয়ারহাম, স্নেহ রানা, তনুজা কানওয়ার, মানসী জোশি, মনিকা প্যাটেল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 7:49 PM IST