WPL 2023: ডব্লুউপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক ইজি ওঙ্গের, দেখুুন ৩টি ম্যাজিক্যাল ডেলিভারির ভিডিও

Last Updated:

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগের প্লে অফে চেনা ছন্দে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্সকে দাঁড়াতেই দিল না হরননপ্রীত কউরের দল। একতরফা ম্যাচে ইউপিকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম ডব্লুউপিএলের ফাইনালে জায়গা করে নিল মুম্বই।

ইজি ওঙ্গের হ্যাটট্রিক
ইজি ওঙ্গের হ্যাটট্রিক
মুম্বই: ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২৬ তারিখা মেগা ফাইনালে দিল্লির মুখোমুখি হবে মুম্বই। প্লে অফে হরমনপ্রীত কউরের দলের এত বড় ব্যবধানে জয়ে প্রধান ভূমিকা নিয়েছেন দুই বিদেশী ক্রিকেটার। ব্যাটিংয়ে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ন্যাট স্কিভার। আর বোলিংয়ে ৪ উইকেট নেন ইজি ওঙ্গ। তবে উইমেন্স প্রিমিয়ার লিগে ইতিহাসের পাতায় নাম লেখালেন মু্ম্বই ইন্ডিয়ান্সের পেসার ইজি ওঙ্গ। প্রতিযোগিতার প্রথম হ্যাটট্রিক করলেন এই ডান হাতি মিডিয়াম পেসার।
advertisement
advertisement
মুম্বইয়ের দেওয়া ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইউপি। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই ইউপি অধিনায়ক অ্যালিসা হেলির উইকেট নেন ইজি ওঙ্গ। আর হ্যাটট্রিক করেন ১৩তম ওভারে। ওভারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পরপর উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় বলে ইউপির একনাত্র সফল ব্যাটার কিরণ নভগিরের উইকেট নেন ইজি ওঙ্গ। মিড উইকেটে উপর দিয়ে বিগ হিট করতে গিয়ে ব্যক্তিগত ৪৩ রানে আউট হন কিরণ নভগির।
advertisement
এরপর সিমরন সেইখ ক্রিজে আসতেই তৃতীয় বলে তাকে স্লোয়ার ইয়র্কার দেন ইজি ওঙ্গ। তা বুঝতে না পেরে সিমরান শেইখের স্ট্যাম্প উড়ে যায়। চতুর্থ বলে ইজি ওঙ্গের সামনে ছিলেন সোফি এক্লেস্টোন। আরও একটি স্লোয়ার দেন ইজি ওঙ্গ। তা বুঝতে না পারায় বোল্ড হয়ে যান সোফি এক্লেস্টোন। হ্যাটট্রিক পূরণ করার পর ইংলিশ ক্রিকেটারের সেলিব্রেশন ছিল দেখার মত। ইজি ওঙ্গের হ্যাটট্রিক সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়।
advertisement
প্রসঙ্গত ম্যাচে, টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে মুম্বই। হয়ে সর্বোচ্চ ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ন্যাট স্কিভার। ইউপির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন সোফি এক্লেস্টোন। রান তাড়া করতে নেমে ১১০ রানে গুটিয়ে যায় ইউপির ইনিংস। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইজি ওঙ্গ। এছাড়া দুটি উইকেট নেন সাইকা ইশাক। একটি করে উইকেট নেন ন্যাট স্কিভার, হেইলি ম্যাথিউজ ও জিনতিমানি কালিতা।
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: ডব্লুউপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক ইজি ওঙ্গের, দেখুুন ৩টি ম্যাজিক্যাল ডেলিভারির ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement