WPL 2023: হরমনপ্রীতের একার রান করতে পারল না গুজরাট, ১৪৩ রানে দুরন্ত জয় পেল মুম্বই

Last Updated:

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগের শুরুতেই দুরন্ত মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ২০৭ রানের বিশাল স্কোর করে মুম্বই। সর্বোচ্চ ৬৫ রান করেন অধিমনায়ক হরমনপ্রীত কউর। জবাবে গুজরাট জায়ান্টসের ইনিংস শেষ ৬৪ রানে।

উইমেন্স প্রিমিয়ার লিগ
উইমেন্স প্রিমিয়ার লিগ
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুরন্ত মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করল হরমনপ্রীত কউরের দল। মুম্বইয়ের অলরাউন্ড পারফরম্যান্সের সামনে কোনও লড়াই দিতে পারল না গুজরাট জায়ান্টস। ১৪৩ রানের বিশাল জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক বেথ মুনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করল মুম্বই। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন হরমনপ্রীত। এছাড়া ৪৭ করেন হেইলি ম্যাথিউজ ও ৪৫ রান করেন অ্যামেলিয়া কের। জবাবে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় গুজরাট। দয়ালান হেমলতার ২৯ ও মণিকা প্যাটেলের ১০ রাম ছাড়া কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেনি। মুম্বউইয়ের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন সাইকা ঈশাক।
মুম্বই ইন্ডিয়ান্সে ওপেন করেন হেইলি ম্যাথিউজ ও যস্তিকা ভাটিয়া। ১ রান করেই সাজঘরে ফেরেন যস্তিকা। ১৫ রানে পড়ে প্রথম উইকেট। এরপর ম্যাথিউজের সঙ্গে ইনিংসের রাশ ধরেন ন্যাট স্কিভার। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন ম্যাথিউজ ও স্কিভার। ৬৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের। ২৩ রান করে আউট হন ন্যাট স্কিভার।জুটি ভাঙতেই ৩১ বলে ৪৭ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন ম্যাথিউজ। ৭৭ রানে পড়ে তৃতীয় উইকেট।
advertisement
advertisement
এরপর অধিনায়ক হরমনপ্রীত কউর ও অ্যামেলিয়া কের মিলে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন তারা। বিদ্যুৎ গতিতে নিজের অর্ধশতরানও পূরণ করেন হরমনপ্রীত কউর। ৮৯ রানের পার্টনারশিপ করেন কউর ও কের। দলের ১৬৬ রানে বিগ হিট করতে গিয়ে আউট হন হরমনপ্রীত কউর। কিন্তু ৩০ বলে ৬৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন মুম্বই অধিনায়ক। নিজের আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান অ্যামেলিয়া কের। ৮ বলে ১৫ রানের একটি ছোট ক্যামিও ইনিংস খেলেন পুজা বস্ত্রকর। শেষ পর্যন্ত ৪৫ রানে অ্যামেলিয়া কের ও ৬ রানে অঙ্গ অপরাজিত থাকেন। ২০৭ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেতে হয় গুজরাট জায়ান্টসকে। খাতা না খুলেই রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান অধিনায়ক বেথ মুনি। এরপর ধস নামে গুজরাটের ব্যাটিং লাইনে। ন্যাট স্কিভার, অ্যামেলিয়া কের, সাইকা ঈশাক, ইসি ওঙ্গ সমৃদ্ধ মুম্বই বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গুজরাট টাইটানসের ব্যাটিং লাইন। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচে কোনও লড়াই দিতে পারেনি গুজরাট। ২৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বসে গুজরাট জায়ান্টস।
advertisement
লজ্জাজনক স্কোরে অলআউট হওয়ার যখন প্রমাদ গুনছিল গুজরাট দল তখন ইনিংসের রাশ কিছুটা ধরেন দয়ালান হেমলতা ও মানসি জোশী। হেমলতা দ্রুত গতিতে রান করেন। তারা দুজন মিলে ২৬ রানের একটা ছোট পার্টনারশিপ করেন। ৪৯ রানে সপ্তম উইকেট পড়ে। ৬৪ রানের নবম উইকেট পড়েষ বেথ মুনি চোট লাগায় আর নামতে না পারায় শেষ হয় গুজরাটের ইনিংস। গুজরাটের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন দয়ালান হেমলতা। ১৪৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: হরমনপ্রীতের একার রান করতে পারল না গুজরাট, ১৪৩ রানে দুরন্ত জয় পেল মুম্বই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement