কেক কাটা থেকে নাচ-গান, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে চুটিয়ে জন্মদিন উপভোগ করলেন হরমনপ্রীত, দেখুন ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
৩৪ তম জন্মদিনটা ভালোই কাটল ভারতীয় মহিলা দল ও উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কউরের। অধিনায়কের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয় ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে।
মুম্বই: ৩৪ তম জন্মদিনটা ভালোই কাটল ভারতীয় মহিলা দল ও উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কউরের। টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায়েক যন্ত্রণা ভুলে মহিলা আইপিএলে দুরন্ত পারফর্ম করছেন হরমনপ্রীত কউর। তার দলও দুরন্ত ফর্মে রয়েছে। প্রথম দুটি ম্যাচ একতরফাভাবে জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়কের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয় ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে।
The best video you’ll see on the Internet today. 🥹💙
Paltan, drop your wishes for Skipper Harman 👇 PS: Thank you for the dancing tip, @imharleenDeol. 😉@ImHarmanpreet | #OneFamily #MumbaiIndians #AaliRe #WPL2023 #HappyBirthdayHarman pic.twitter.com/OEmZYCVM7c — Mumbai Indians (@mipaltan) March 8, 2023
advertisement
advertisement
জন্মদিনের সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসেন হরমনপ্রীত কউর। পরিবার, সতীর্থ থেকে ফ্যানেরা শুভেচ্ছা জানান। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে কেক কাটার ব্যবস্থা করা হয়। সেখানে সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন তারকে ক্রিকেটার। ভিডিওতে কেকে কাটার পর হরমনপ্রীতকে কেক মাখিয়ে দেন সতীর্থরা। দলের কোচিং স্টাফ প্রাক্তন ভারতীয় তারকা তারকা ঝুলন গোস্বামীকেও দেখা যায় হরমনপ্রীত কউরকে কেক মাখিয়ে দিতে।
advertisement
Happy Harman Day 💙
(Skipper ne bas bola toh bas 😋)@ImHarmanpreet | #HappyBirthdayHarman #OneFamily #MumbaiIndians #AaliRe #WPL2023 pic.twitter.com/L8O9Mgv8eo — Mumbai Indians (@mipaltan) March 7, 2023
শুধু কেক কাটাই নয় দলের সকল সদস্যরা হরমনপ্রীত সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন। প্রথম দেখা কেমন ছিল তাদের হরমনপ্রীত কউরের সঙ্গে তাও বর্ণনা করেন সকলেই। ঝুলন গোস্বামীও হরমনপ্রীত সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানান। এছাড়া সকলকে একসঙ্গে নাচতেও দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে শেয়ার করা হয়েছে। যেখানে সকলকে বিন্দাস মুডে পাওয়া গিয়েছে।
advertisement
Our birthday celebrations 😍>>>>>>>>@ImHarmanpreet | #HappyBirthdayHarman #OneFamily #MumbaiIndians #AaliRe #WPL2023 pic.twitter.com/1V4mcXCxFi
— Mumbai Indians (@mipaltan) March 7, 2023
প্রসঙ্গত, নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৩টি টেস্ট, ১২৪টি ওডিআই, ১৫১টি টি-২০ ম্যাচ খেলেছেন হরমনপ্রীত কউর। টেস্টে তার রান ৩৮, একদিনের ক্রিকেট ৩৩২২ ও টি-২০ ক্রিকেটে ৩০৫৮ রান করেছেন হরমনপ্রীত কউর। ওডিআইতে ৫টি ও টি-২০তে একটি শতরানও রয়েছে হরমনপ্রীতের। এছাড়া বল হাতে টেস্টে ৯টি, ওডিআই-তে ৩১টি ও টি-২০-তে ৩২টি উইকেট রয়েছে হরমনপ্রীত কউরের ঝুলিতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 10:42 PM IST