WPL 2023 Final: মেগা ফাইনালে টস হারলেন হরমনপ্রীত কউর, প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত দিল্লির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WPL 2023 Final: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে প্রস্তুত হরমনপ্রীত কউর ও মেগ ল্যানিংয়ের দল।
মুম্বই: অবসান হতে চলেছে প্রায় চার সপ্তাহের টানটান ক্রিকেট যুদ্ধের। ৫ দল নিয়ে ভারতীয় ক্রিকেট নতুন ইতিহাস রচনা করে গত ৪ মার্চ শুরু হয়েছিল উইমন্স প্রিমিয়ার লিগ। আজ আরও এক ঐতিহাসিক মুহূর্ত। মহিলা আইপিএলের প্রথম ফাইনালে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। আগামি কয়েক ঘণ্টার মধ্যেই ডব্লুউপিএল পেতে চলেছে তাদের প্রথম চ্যাম্পিয়ন। ইতিহাসের পাতায় নাম তোলার হাতছানি হরমনপ্রীত কউর ও মেগ ল্যানিংয়ের দল।
মেগা ফাইনালে টস ভাগ্য সাথ দিল না হরমনপ্রীত কউরের। ব্রাবোন স্টেডিয়ামে টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। পুরো প্রতিযোগিতায় ডিউ ফ্যাক্টর খুব একটা সমস্যা হয়নি। আর দিল্লির ব্যাটিং লাইন খুব শক্তিশালী হওয়া। প্রথমে ব্যাট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখতে চাইছে দিল্লি। অপরদিকে, টস হারলেও রান তাড়া করতেই পছন্দ করে মুম্বই ইন্ডিয়ান্স। তাই টস হেরে প্রথমে বোলিং করার সুযোগ পাওয়ায় খুব একটা অখুশি নন হরমনপ্রীত কউর।
advertisement
দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালাইস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, মিন্নু মানি. শিখা পাণ্ডে, রাধা যাদব।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, ইসি ওঙ্গ, হুমারিয়া কাজি, পুজা বস্ত্রকর, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ইশাক।
advertisement
আরও পড়ুনঃ ফের সমালোচনা মেসিদের, মার্টিনেজের 'অশ্লীল' পথে হাঁটলেন আর্জেন্টিনার ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা
প্রসঙ্গত, মুম্বই ব্রাবোন স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি, ভারসাম্য ও গভীরতা বিচার করলেও কাওকে এগিয়ে রাখা খুব কঠিন। মেগা ফাইনালে যেই দল টস জিতবে তাদেরই কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ফাইনালে তুল্যমূল্য লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 7:22 PM IST