সাকিব টাইম আউট করেননি! 'বুদ্ধি' ছিল আরেক বাংলাদেশীর! পর্দাফাঁস হয়ে গেল

Last Updated:

Shakib Al hasan: সাকিব আল হাসান টাইম আউট করেননি? মাস্টারমাইন্ড আরেক বাংলাদেশী!

ঢাকা: সব দোষ এখন তাঁর ঘাড়ে। তিনি এখন ক্রিকেট বিশ্বের একাংশের কাছে ভিলেন। এমনকী বাংলাদেশ ক্রিকেটেও অনেকে বলছেন, সাকিব আল হাসান ওরকম না করলেই পারতেন!
সাকিব নিজে বলেছেন, যা করেছেন বেশ করেছেন। তিনি ক্রিকেটের নিয়মের বাইরে গিয়ে কিছু করেননি। সাকিবকে সমর্থন করেছেন অনেকেই। তবে বেশিরভাগ মানুষ দোহাই দিয়ে বলছেন, ক্রিকেট তো আসলে ভদ্রলোকের খেলা। সাকিব সেই খেলার স্পিরিট নষ্ট করেছেন।
আরও পড়ুন- শুধুই বিরাট-রোহিতরা নন, বিশ্বকাপ আয়োজন করে হাজার হাজার কোটি কোটি টাকা বিসিসিআই
বাংলাদেশ ক্রিকেট এরই মধ্যে বদনাম হয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ টাইম আউটের পর মেজাজ হারান। তিনি বলেন, সাকিবের থেকে এমন কিছু তিনি আশা করেননি। তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছিড়ে গিয়েছিল। তাই দেরি হয়।
advertisement
advertisement
তবে সাকিব আগেই বলেছেন, তাঁর কাছে এসে দলের একজন ফিল্ডার বলেন, আবেদন করলে ম্যাথিউজ টাইম আউট হতে পারেন। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আসলে সেই ফিল্ডারই প্রথম ব্যাপারটি লক্ষ্য করেছিলেন।
ম্যাথিউজকে টাইম আউট করার বুদ্ধি ছিল নাজমুল হোসেন শান্তর। তিনিই এশে সাকিবকে ব্যাপারটা বলেছিলেন। নয়াদিল্লিতে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে বিতর্কিত আউটের পিছনে শান্তর মস্তিষ্ক।
আরও পড়ুন- সুন্দরীর বিয়ের প্রস্তাব, শামিকে ‘জানু’ ডাকলেন হাসিন! স্বামী-স্ত্রী ফের কাছাকাছি!
সাংবাদিক সম্মেলনে সাকিবে জিজ্ঞেস করা হয়েছিল, কার বুদ্ধিতে তিনি আউটের আবেদন করেছিলেন আম্পায়ারের কাছে! সাকিব নামটা বলেননি। রাজশাহীর যুবক শান্ত যে এই আউটের মাস্টার মাইন্ড তা বাংলাদেশ ক্রিকেট ও সংবাদমাধ্যমে খবর নিয়ে জানা যাচ্ছে।
advertisement
চলতি বিশ্বকাপে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন শান্ত। তাঁর ক্রিকেট মস্তিষ্ক তুখোর। বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে চোটের জন্য খেলবেন না সাকিব। ফলে ক্যাপ্টেন শান্ত। বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে অনেকেই শান্তর নাম বলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সাকিব টাইম আউট করেননি! 'বুদ্ধি' ছিল আরেক বাংলাদেশীর! পর্দাফাঁস হয়ে গেল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement