World Cup 2023: মাস্টারব্লাস্টারকে মেগা সম্মান আইসিসি-র , বিশ্বকাপের আগে গ্লোবাল অ্যাম্বাসডর হলেন সচিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
World Cup 2023: তেন্ডুলকর ছাড়াও, দর্শকদের বাড়তি উন্মাদনার জন্য পাশাপাশি ফ্যানদের আরও ক্রিকেট রসে বুঁদ করে দেওয়ার জন্য ICC ক্রিকেটের কিংবদন্তিদের একটি চিত্তাকর্ষক লাইনআপ তৈরি করেছে।
দুবাই: কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে ICC দারুণ সম্মান দিল৷ পুরুষদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য গ্লোবাল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তিনি৷
টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি আছে, ইতিমধ্যেই সারা বিশ্বের ক্রিকেট ফ্যানরা বিশ্বকাপ জ্বরে পড়েছেন৷ এই পরিস্থিতিতে সচিনের নাম ঘোষণায় ফের একবার বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা উত্তেজনায় গুঞ্জন শুরু করেছেন৷ তেন্ডুলকার সারা বিশ্বে মাস্টারব্লাস্টার নামে পরিচিত৷ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ট্রফির নিয়ে তিনিই ওয়াক আউট করার সম্মান পাবেন৷ এটাই প্রতীকি ইভেন্টের সূচনা হিসেবে দেখা হচ্ছে৷
advertisement
Iconic Sachin Tendulkar has been named ‘ICC Global Ambassador’ for 2023 Men’s ODI World Cup.
Tendulkar will walk out with the Men’s Cricket World Cup Trophy before the opening match at the Narendra Modi Stadium in Ahmedabad, declaring the tournament open.#CricketWorldCup2023— Press Trust of India (@PTI_News) October 3, 2023
advertisement
advertisement
আইসিসি রাষ্ট্রদূতদের একটি অল-স্টার লাইনআপ:
তেন্ডুলকর ছাড়াও, দর্শকদের বাড়তি উন্মাদনার জন্য পাশাপাশি ফ্যানদের আরও ক্রিকেট রসে বুঁদ করে দেওয়ার জন্য ICC ক্রিকেটের কিংবদন্তিদের একটি চিত্তাকর্ষক লাইনআপ তৈরি করেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার স্পিন তারকা মুথাইয়া মুরালীধরণ, নিউজিল্যান্ডের রস টেলর, ভারতের সুরেশ রায়না, মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ এবং পাকিস্তানের অল রাউন্ডার মহম্মদ হাফিজ এই দলে থাকবেন৷ ফ্যানদের ক্রিকেটের মেগা অ্যাকশনে আরও উন্মাদনা আনতে এই ভাবনা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার৷
advertisement
এই ক্রিকেট আইকনরা মিট-এন্ড-গ্রিট সেশনে অংশগ্রহণ করবেন৷ আইসিসি অনলাইন মিডিয়া জোনে বিশেষজ্ঞদের বিশ্লেষণ শেয়ার করবেন – বিশ্বকাপের উত্তেজনা আরও তীব্র করবে।
আইসিসির দাবি
আইসিসির বিপণন ও যোগাযোগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং, সচিন তেন্ডুলকরকে গ্লোবাল অ্যাম্বাসডর এবং ইভেন্টের সাফল্যে অবদান রাখা কিংবদন্তীদের তারকা কাস্ট হিসেবে পেয়ে তার আনন্দ ব্যক্ত করেছেন। তাঁর কথায় এই বিশ্বকাপটি এখন পর্যন্ত সবচেয়ে বড় হতে চলেছে, ক্রিকেট ফ্যানদের একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার অঙ্গীকার দিয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2023 11:23 PM IST