Shreyas Iyer KL Rahul Century: দীপাবলিতে ভারতের রানের আতসবাজি, শ্রেয়স-রাহুলের শতরান, নেদারল্যান্ডসের টার্গেট ৪১১ রান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
World Cup 2023 India vs Netherlands: শ্রেয়স আইয়ার ও কেএল রাহুলের অনবদ্য সেঞ্চুরি। রান পেলেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি। নেদারল্যান্ডসকে ৪১১ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিল টিম ইন্ডিয়া।
বেঙ্গালুরু: শ্রেয়স আইয়ার ও কেএল রাহুলের অনবদ্য সেঞ্চুরি। রান পেলেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহারণের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলনটা জমিয়ে সারল টিম ইন্ডিয়ার পুরো ব্যাটিং অর্ডার। ডাচদের বোলিং নিয়ে ছেলেখেলা করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রানের পাহাড় প্রমাণ স্কোর করল ভারত। বিশ্বকাপে এটি ভারতের দ্বিতীয়বার চারশো রান পার।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান। একদিনের ক্রিকেটে এক বছরের সবথেকে বেশি ছক্কা মারা সহ একাধিক রেকর্ড গড়েন। ওপেনিং জুটিতে ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপ করেন রোহিত ও গিল। ৫১ রান করে শুভমান গিল ও ৬১ রান করে আউট হন রোহিত শর্মা।
advertisement
এরপর দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। যতক্ষণ কোহলি উইকেটে ছিলেন ততক্ষণ ঠান্ডা মাথায় ব্যাটিং করেন শ্রেয়স। অপরদিকে, আক্রমণাত্মক ব্যাটিং করেন বিরাট। নিজের অর্ধশতরানও পূরণ করেন। শ্রেয়সের সঙ্গে ৭১ রান জুটিতে যোগ করেন কোহলি। বিরাটের ৫০ তম শতরানের অপেক্ষায় ছিল সকলেই। কিন্তু ৫১ করে আউট হন তিনি।
advertisement
advertisement
তারপর ভারতের প্রথম ইনিংসের বাকি সময়টা শুধু শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল শো। একটু সেট হওয়ার পর থেকেই বিদ্ধংসী মেজাজে ব্যাটিং করেন দুই তরুণ তারকা। একের পর এক মারকাটারি শট খেলেন দুজনেই। শতরান করেন শ্রেয়স আইয়ার। তারপর আরও মারমুখী হয়ে ওঠেন শ্রেয়স। অপরদিকে, শ্রেয়সের সেঞ্চুরি পূরণ হতেই নিজের শতরানের জন্য রানের গতিবেগ আরও বাড়ান কেএল রাহুল।
advertisement
শেষ ওভারে শুরুতেই পরপর দুটি ছক্কা মেরে নিজের শতরান পূরণ করেন কেএল রাহুল। ২০৮ রানের পার্টনারশিপ করেন রাহুল ও শ্রেয়স জুটি। ৬৪ বলে ১০২ রান করে আউট হন তিনি। ১১টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান করে ভারত। ৯৪ বলে ১২৮ করে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার। ১০টি চার ও ৫টি ছয় মারেন শ্রেয়স।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 6:04 PM IST