World Cup Earning: বিশ্বকাপে পাগল করা রোজগার, বিজ্ঞাপন থেকে টাকা ঢুকছে হু হু করে, আয় ২০০০
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
World Cup Earning: বিশ্বকাপে টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে ২০০০-২,২০০ কোটি টাকা আয় হতে পারে।
মুম্বই: বিশ্বকাপ থেকে মালামাল উইকলি৷ এই বছর ওডিআই (একদিনের আন্তর্জাতিক) পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে ২০০০ কোটি টাকার বেশি বিজ্ঞাপন আয় হবে বলে অনুমান করা হয়েছে কারণ একই সঙ্গে দেশ জুড়ে উৎসবের মরশুম চলেছে৷ ফলে বিজ্ঞাপনদাতারা আরও বেশি খরচ করেছেন৷ বিজ্ঞাপনদাতারা সব সময়েই এই উৎসবের সময়ে বিজ্ঞাপনে বেশি ব্যয় করেন আর এই সময়ে বিশ্বকাপ থাকা ১৫ শতাংশ বৃদ্ধির আশা করছেন৷
দুর্গাপুজো-দশেহরা-দিওয়ালি-র সময় ভারতের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টগুলির মধ্যে একটি বিশ্বকাপ৷ যা বিজ্ঞাপনদাতাদের আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে৷ ওয়াকিবহাল মহলের ধারণা অনুযায়ী বিজ্ঞাপন খরচ ২০১৯ বিশ্বকাপে যা খরচ হয়েছিল তার দ্বিগুণ হতে পারে।
আরও পড়ুন – Success Story: এক ড্রাম দুধ দিয়ে শুরু, আজ বিক্রি হয় রোজ ৩৬ লক্ষ লিটার দুধ, হাজার কোটির মালিক এঁরা
advertisement
advertisement
পাল্প স্ট্র্যাটেজি, অ্যাড এজেন্সির পক্ষে অম্বিকা শর্মা জানিয়েছেন “আমার মতে উৎসবকালীন সময়ে বিজ্ঞাপন ব্যয় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কমপক্ষে ১০-১৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং এর অন্যতম কারণ আসন্ন ক্রিকেট বিশ্বকাপ যা প্রচুর দর্শক এবং স্বাভাবিকভাবে বিজ্ঞাপন আকর্ষণ করবে।”
বার্ষিক মোট বিজ্ঞাপনের প্রায় ৪০-৪৫ শতাংশ খরচ হয় উৎসবের সময়।
advertisement
বিশ্বকাপে টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে ২০০০-২,২০০ কোটি টাকা আয় হতে পারে। ২০২৩ বিশ্বকাপের ডিজিটাল আয় এই বছর উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে এবং আগের সংস্করণের তুলনায় কমপক্ষে ৭০ শতাংশ বেশি বৃদ্ধি পেতে পারে।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ডিজিটাল বিজ্ঞাপনের সাহায্যে আয় ৪০০-৫০০ কোটি টাকার মধ্যে ছিল- এ কথা বলেছেন ইলারা ক্যাপিটালের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট করণ তৌরানি।
advertisement
আরও পড়ুন – Garuda Purana: অশুভ সময়ে এই সব কাজ কখনই করবেন না, সংসারে বিপদের কালো ছায়া নেমে আসবে হু হু করে
তিনি আরও বলেছেন, ডিজিটাল বিজ্ঞাপনের নিখুঁত মূল্য টিভি বিজ্ঞাপনের মতো বেশি নাও হতে পারে, তবে বৃদ্ধির হার বেশি হবে বলে আশা করা হচ্ছে। “ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রিকেট জনপ্রিয়তা অর্জন করেছে, এবং ডিজিটাল চ্যানেলে কম বিজ্ঞাপনের দাম অনেক ব্র্যান্ডকে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সময় ডিজিটাল বিজ্ঞাপন খরচের একই রকম বৃদ্ধি দেখতে পারে।”
advertisement
২০২৩ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য ডিজিটালে বিজ্ঞাপনের হার প্রতি হাজার ইম্প্রেশন বা খরচ প্রতি মিনিটে (CPM) ২৩০-২৫০ টাকার মধ্যে, ২০১৯ সংস্করণে প্রতি হাজার ইম্প্রেশনে ১৪০-১৫০ টাকার তুলনায় ৬০ শতাংশ বেশি৷
এই বছর বিশ্বকাপে টিভিতে বিজ্ঞাপন খরচ ২০ শতাংশ বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। ভারত-পাকিস্তানের মতো প্রিমিয়াম ম্যাচের জন্য ১০ সেকেন্ডের দাম প্রায় ৩০ লক্ষ টাকা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 7:26 PM IST