হোম /খবর /খেলা /
CWC 2019: ‘ফাইনালে কেউ হারেনি...’ জানালেন হতাশ কেন উইলিয়ামসন

CWC 2019: ‘ফাইনালে কেউ হারেনি...’ জানালেন হতাশ কেন উইলিয়ামসন

Photo Courtesy: ICC/Twitter

Photo Courtesy: ICC/Twitter

  • Last Updated :
  • Share this:

    #লন্ডন: ইংল্যান্ডের কাছে বিশ্বকাপের ফাইনালে আইসিসি-র অদ্ভূত নিয়মে হেরে স্বভাবতই হতাশ নিউজিল্যান্ড এবং সেদেশের ক্রিকেটপ্রেমীরা ৷ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর হার মানতে হয়েছে নিয়মের জাঁতাকলে পড়ে ৷ টানা দ্বিতীয়বার বিশ্বকাপে রানার্স হওয়ার পর হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, এই ফাইনালে কিন্তু কোনও দলই হারেনি ৷

    ইংল্যান্ড ফাইনালে জিতেছে বেশি বাউন্ডারি মারার জন্য ৷ এই অদ্ভূত নিয়ম ক্রিকেটপ্রেমীরা একেবারেই মেনে নিতে পারছেন না ৷ ফাইনালে সুপার ওভার পর্যন্ত সমানে সমানে লড়াই হলেও শেষপর্যন্ত হার মানতে বাধ্য হয় ব্ল্যাক ক্যাপসরা ৷ তবে বিতর্কিত হারের পরেও নিউজিল্যান্ড ক্রিকেটারদের মাঠে আচরণ মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে ৷ প্রত্যেকের মুখেই এখন একটাই কথা, এই অদ্ভূত নিয়মে ইংল্যান্ডের জয় মেনে নেওয়া যায় না ৷ এর পাশাপাশি আম্পায়ার কুমার ধর্মসেনার ওভার থ্রো-তে ইংল্যান্ডকে দেওয়া ৬ রানের সিদ্ধান্তও যথেষ্ট বিতর্কিত ৷ তাই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও বলে দিচ্ছেন, বিশ্বকাপ ফাইনালে কেউ জেতেনি ৷

    First published:

    Tags: ICC Cricket World Cup 2019, Kane Williamson