নারী দিবসে বিশ্ব ক্রিকেটে সেরার লড়াইয়ে শেফালিরা ! বিশ-বিশের বিশ্বকাপ ফাইনাল অজি-ভারত ডুয়েল

Last Updated:

নারী দিবসে মেলবোর্নে সেরার লড়াই। ১ম বার কাপ জয়ের সামনে ভারত। টুর্নামেন্টে অপরাজিত রিচা, শেফালিরা।

#কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসে সেরার শিরোপার লড়াইয়ে নামছে হরমনপ্রীত, শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানারা। ঐতিহ্যের মেলবোর্নে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। প্রথমবার ফাইনালে উঠে কাপ জেতার হাতছানি হরমনপ্রীতের ভারতের সামনে। ঘরের মাঠে কাপ জেতার আশায় অস্ট্রেলিয়াও। সতেরো বছরের ব্যবধানে মহিলা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। বিশ্বকাপে এখনও অপরাজিত হরমনপ্রীতরা।টানটান টুর্নামেন্ট এবার শেষের পথে। রবিবারের মেলবোর্নে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ডাউনআন্ডারে টুর্নামেন্টে অপরাজিত হরমনপ্রীতের টিম ইন্ডিয়া। প্রথম ভারত অধিনায়ক হিসেবে ভারতকে ফাইনালে তুলেছেন হরমনপ্রীত।
চ্যাম্পিয়নশিপ ট্রফি ও ভারতের মাঝে আর একটা ম্যাচ। তুখোড় ফর্মে রয়েছেন শেফালি ভার্মা, রিচা ঘোষরা। বীরেন্দ্র সেহওয়াগের মতো ক্রিকেটারও উচ্ছ্বসিত শেফালির পিঞ্চ হিটিং দেখে। এমসিজিতে নারী দিবসে আবারও ঝলসে ওঠার দিন শেফালির। তবে ছন্দে নেই ওপেনার স্মৃতি মন্ধানা। আর সেটাই মাথাব্যথার কারণ টিম ইন্ডিয়ার। ফাইনালের মেগা ম্যাচের আগের দিন বাঁ হাতি ওপেনারকে নিয়ে আলাদা করে পড়েছিলেন কোচ রমন। বৃষ্টির জন্য পর্যাপ্ত প্র্যাকটিস মেলেনি। তবে সেটা নিয়ে ভাবছেন না মহিলা দলের নাম্বার সেভেন।ঘরের মাঠে তাল ঠুকছে অজি মহিলারাও। টুর্নামেন্টে একমাত্র হারটা ভারতের বিরুদ্ধেই। এছাড়া অজিদের বিশ্বকাপের বাকিটা কেটেছে নির্বিঘ্নেই। রেকর্ড ভাঙা এমসিজিতে জিতে ট্রফি ঘরেই রাখতে চান অজি অধিনায়ক মেগ ল্যানিং। অজিদের স্বপ্নবিলাসে কাঁটা ছড়িয়ে দিতে পারেন ভারতের স্পিনিং ব্রিগেড।মেগা ফাইনালের জন্য তৈরি মেলবোর্নও। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ষাট হাজারেরও বেশি টিকিট। ম্যাচের আগের দিন দুই দলের সঙ্গে দেখা করেন হলিউড অভিনেতা কেটি পেরি। ফাইনালের আগে গ্যালারি মাতানোর জন্য থাকছে তাঁর পেরির ঝলমলে পারফর্ম্যান্স। প্রথমবার ফাইনালে উঠে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি। এবার হরমনপ্রীতকে নিয়েও স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট। দুজনেই যে জার্সি নম্বরই সাত।
advertisement
PARADIP GHOSH 
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
নারী দিবসে বিশ্ব ক্রিকেটে সেরার লড়াইয়ে শেফালিরা ! বিশ-বিশের বিশ্বকাপ ফাইনাল অজি-ভারত ডুয়েল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement