মাত্র ২৭ রানেই অল আউট মালয়েশিয়া, এশিয়া কাপে দুরন্ত শুরু মিতালিদের

Last Updated:

এশিয়া কাপ টি২০-তে দারুণ শুরু মিতালিদের ৷

#কুয়ালালামপুর: এশিয়া কাপ টি২০-তে দারুণ শুরু মিতালিদের ৷ মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৪২ রানের বিশাল জয় পেল ভারতীয়রা ৷ প্রথমে ব্যাটে করে এদিন ৩ উইকেটে ১৬৯ রান করে ভারত ৷ অধিনায়ক মিতালি রাজ অপরাজিত থাকেন ৬৯ বলে ৯৭ রান ৷ জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ২৭ রানেই অল আউট হয়ে যায় মালয়েশিয়া ৷ মাত্র ১৩.৪ ওভার স্থায়ী হয় মালয়েশিয়ার ইনিংস ৷
কুয়ালালামপুরের কিনারা অ্যাকাডেমি ওভালে এদিন বল হাতে দুরন্ত ছিলেন ভারতের পূজা বস্ত্রকর ৷ মাত্র ৬ রান দিয়ে বিপক্ষের ৩ উইকেট তুলে নেন তিনি ৷ পূজার পাশাপাশি এদিন দুরন্ত বল করেন দুই স্পিনার অনুজা পাটিল এবং পুনম যাদবও ৷ দু’জনেই নেন দুটি করে উইকেট ৷ ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে মালয়েশিয়ার ব্যাটিং ৷ প্রথম ৫ ওভারেই মাত্র ১২ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায় তাদের ৷ অধিনায়ক দুরাইসিঙ্গম কিছুটা মরিয়া লড়াই চালালেও খুব বেশি সময় ক্রিজে কাটাতে পারেননি ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মাত্র ২৭ রানেই অল আউট মালয়েশিয়া, এশিয়া কাপে দুরন্ত শুরু মিতালিদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement