বৃষ্টিও আটকাতে পারল না মহিলা টিম ইন্ডিয়াকে, এশিয়া কাপে দ্বিতীয় জয় পেল হরমনপ্রীতরা

Last Updated:

মহিলা এশিয়া কাপের দ্বিতীয় ম্য়াচেও জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে মালেশিয়াকে হারাল ৩০ রানে।

#বাংলাদেশ: বৃষ্টি হল ভিলেন। করা সম্ভব হল না পুরো ম্য়াচ। তারপরও মহিলা এশিয়া কাপ ২০২২-এর দ্বিতীয় ম্য়াচ জিততে কোনও সমস্য়া হল না ভারতীয় মহিলা ক্রিকেট দলের। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছিল হরমনপ্রীত কউরের দল। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে মালেশিয়াতে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩০ রানে হারিয়ে দ্বিতীয় জয় পেল মহিলা টিম ইন্ডিয়া।
বাংলাদেশের সিলেটের ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মালেশিয়া। টস হেরে ব্য়াট করতে নেমে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন দুই ভারতীয় ওপেনার সাবভিনেনি মেঘনা ও শেফালি ভার্মা। ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপ করেন দুজনেই। বেশ কিছু অনবদ্য় শট খেলেন মেঘনা ও শেফালি। নিজের অর্ধশতরান পূরণ করেন সাবভিনেনি মেঘনা।
১১৬ রানে প্রথম উইকেট পড়ে ভারতীয় মহিলা দলের। ৬৯ রান করে আউট হন মেঘনা। এরপর শেফালি ভার্মার সঙ্গে ইনিংসের রাশ ধরেন রিচা ঘোষ। দুজন মিলে জুটিতে যোগ করেন আরও ৪২ রান। ১৫৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ৪৬ রান করে আউট হন শেফালি ভার্মা। এরপর কিরণ নাভগিরে ও রাধা যাদব বড় রান রান পাননি। শেষ ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিচা ঘোষ ও ১০ রানে অপরাজিত থাকেন দযালান হেমলতা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই খাতা না খুলে প্রথম উইকেট হারায় মালেশিয়া। চতুর্থ ওভারে ৬ রানে দ্বিতীয় উইকেট পায় ভারত এরপর মালেশিয়ার স্কোর যখন ৫.২ ওভারে ২ উইকেটে ১৬, তখন সিলেটে বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে মালেশিয়ার ম্যাচ জিততে ৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে যাওয়ার পরে দরকার ছিল ৪৭ রান। ফলে ১৬ রানে ম্য়াচ জেতে মহিলা টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে ২ ম্য়াচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকল ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বৃষ্টিও আটকাতে পারল না মহিলা টিম ইন্ডিয়াকে, এশিয়া কাপে দ্বিতীয় জয় পেল হরমনপ্রীতরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement