বিরোধী পক্ষ নেই, শনিবার সিএবিতে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দেবেন সৌরভ

Last Updated:

With no opposition to challenge Sourav Ganguly will file CAB president nomination on Saturday. বিরোধী পক্ষ নেই, শনিবার সিএবিতে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দেবেন সৌরভ

শনিবারে মনোনয়ন জমা সৌরভের
শনিবারে মনোনয়ন জমা সৌরভের
#কলকাতা: বিসিসিআই-এ বড় ধাক্কা খেতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তিনি তো হার মানার পাত্র নন। সৌরভ মানেই তো লড়াকু প্রত্যাবর্তন। ফের আরও একবার কর্তা হিসেবে শূন্য থেকে শুরু করছেন। শনিবার বিকালে সিএবিতে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্যানেলের বাকি সদস্যরা ওই একই দিনে মনোনয়ন দেবেন কিনা তা এখনো ঠিক নয়।
শুক্রবার সিএবিতে এসে সৌরভ জানান, আমি আগেই ঘোষণা করেছি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছি। কোন বিরোধী পক্ষ নেই। যেভাবে নিজের অভিজ্ঞতা দিয়ে ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, ঠিক সেভাবেই আবার নিজের রাজ্যের ক্রিকেট সংস্থার জন্য কাজ করবেন মহারাজ।
advertisement
advertisement
বোর্ড থেকে বিদায় নিলেও ক্রিকেট প্রশাসন থেকে সরছে না সৌরভ। বরং নতুন চ্যালেঞ্জ শুরু তাঁর নতুন লড়াই। পাঁচ বছর সিএবি-তে ছিলেন সৌরভ। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারেন। অতীতে বাংলা ক্রিকেটের একাধিক স্পন্সর জোগাড় করে দেওয়ার থেকে শুরু করে বিশেষ ট্রেনিং পদ্ধতি এবং বিদেশে বাংলা ক্রিকেট দলকে পাঠানোর প্ল্যানিং সবই তার মাথা থেকে এসেছিল।
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় তো বাংলার আবেগ। তাই সরকার থেকে শুরু করে অভিষেক ডালমিয়া প্রত্যেকেই তার সঙ্গে আছেন। সৌরভ জানতেন যেভাবে তাকে বোর্ডের রাজনীতির শিকার হতে হয়েছে তাতে সিএবি থেকে শুরু করতে না পারলে এর যোগ্য জবাব দেওয়া হত না। তাই নিজের অভিজ্ঞতা এবং বুদ্ধি দিয়ে আবার বাংলা ক্রিকেটের মসনদে সর্বোচ্চ চেয়ারে বসতে চলেছেন মহারাজ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরোধী পক্ষ নেই, শনিবার সিএবিতে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দেবেন সৌরভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement