China Galwan soldier: গালওয়ানে আহত সেনার হাতে অলিম্পিক মশাল তুলে দেওয়ার যুক্তি সাজাল চিন !
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Winter Olympics 2022 China gives logic behind selecting PLA soldier as torch bearer. আহত চিনা সেনার হাতে অলিম্পিকের মশাল কেন? ব্যাখ্যা দিল চিন
এবার নিজেদের এই সিদ্ধান্তের সাপেক্ষে যুক্তি সাজাল চিন। এই ইভেন্টে (মশাল র্যালি) অংশগ্রহণের জন্য যে মাপকাঠি স্থির করা হয়েছিল সেই মাপকাঠিতে যোগ্য ছিলেন এই সেনা এবং তাই তাঁকে মশাল র্যালিতে রাখা হয়, জানানো হয়েছে চিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। উল্লেখ্য, পিপল লিবারেশন আর্মি রেজিমেন্টের কম্যান্ডার কিউ ফাবাও, যিনি গালওয়ান উপত্যকার সীমান্তে ভারতের সঙ্গে সংঘর্ষের সময় মাথায় চোট পেয়েছিলেন, তাঁকে অলিম্পিকে বেজিং মশাল বাহকের সম্মান দেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে ভারত।
advertisement
advertisement
এই সিদ্ধান্তকে 'দুঃখজনক' বলে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন যে ভারতের শীর্ষ কূটনীতিকরা বেজিং অলিম্পিকের উদ্বোধন ও সমাপ্ত অনুষ্ঠানে যোগ দেবেন না। এটা চিনের রাজনীতি ছাড়া আর কিছুই নয় বলেও জানান তিনি। প্রসঙ্গত, লাদাখের পূর্ব সেক্টরের গালওয়ান উপত্যকায় ২০২০ সালের জুন মাসে সংঘটিত সবচেয়ে খারাপ সংঘর্ষের একটিতে, যা ১৯৬২ সালের যুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘর্ষে ভারত তার ২০ জন সেনাকে হারিয়েছিল।
advertisement
যদিও চিন সেই সময় দাবি করেছিল যে তারা মাত্র চারজন সেনাকে হারিয়েছে। তবে অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য ক্ল্যাক্সনের নতুন তদন্তে উঠে এসেছে যে ১৫-১৬ জুনের মধ্যে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে অন্ধকারে গালওয়ান নদী পার হওয়ার চেষ্টা করার সময় কমপক্ষে ৩৮ জন চিনা সেনা তলিয়ে যায়।
সাংবাদিক সম্মেলনে নিজেদের এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ পরিস্কার করে চিনের বিদেশ মন্ত্রকের মুখমাত্র ঝাও লিজিয়ান বলেছেন, বেজিং শীতকালীন অলিম্পিক্সের মশালবাহকরা বৃহৎ অর্থে এক প্রতিনিধি দল এবং এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য নির্ধারিত মাপকাঠিতে যোগ্যতা প্রমান করেই তারা অংশ নিয়েছে। এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 6:15 PM IST