ইডেনে প্রথম এগারোয় নিশ্চিত শাকিব, লিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরেই
Last Updated:
ট্রেনিংয়ে ট্যুইট বার্তা উমেশের। ইডেনের এগারোয় নিশ্চিত শাকিব।
#কলকাতা: ট্রেনিংয়ে ট্যুইট বার্তা উমেশের। ইডেনের এগারোয় নিশ্চিত শাকিব। আরও ক’দিন দেখেই লিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। চোট সারিয়ে নেটে গম্ভীর মেজাজে অধিনায়ক গোতি।
পর্দায় বলেছিলেন। রাজকোটে এসেছিলেন। ইডেনে আসবেন ? বাকি ৪৮ ঘণ্টা। সদুত্তর নেই টিম ম্যানেজমেন্টের কাছে। তবে কিং যাই করুন, রেডি নাইট সংসারের দুই যোদ্ধা। উমেশ হুঙ্কার ছেড়েছেন ট্যুইটে। শাকিবও শ্রীলঙ্কা সিরিজ থেকে ফিরে হাত আর বল ঘোরালেন নেটে। কিংস ম্যাচে দুটো বদল এখন কনফার্ম। আর ক্রিকেটের নন্দনকাননে সুজনের পিচ জরিপ করে গম্ভীর গৌতম। নেটে স্ব-মেজাজে গোতিকে দেখে আহত মনে হয়নি।
advertisement
লিনের চোট নিয়ে কপালে ভাঁজ কমেনি। আরও ক’দিন না দেখে সিদ্ধান্ত নয়। মুম্বই ম্যাচে ডেথ বোলিং ছিল বিভীষিকা। এবার নিজেদের পাড়ায় খেলা। ম্যাক্সওয়েলদের হ্যাটট্রিক আটকাতে কালিস এমন কাউকে খুঁজছেন। যিনি বলবেন... ম্যায় হুঁ না !
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2017 9:09 PM IST