Rohit Sharma-Virat Kohli : রোহিত-বিরাটকে নিয়ে একটা কথা নয়! হঠাৎ একদম চুপ কেন সচিন, শেহওয়াগরা! বিরাট রাজনীতির গন্ধ!

Last Updated:

Virat Kohli-Rohit Sharma- রোহিত ও বিরাট দুজনেই পারফর্ম করে সমালোচকদের মুখ বন্ধ করেছেন। পুরো বিশ্বজুড়ে ক্রিকেট বিশ্লেষকেরা এই দুই তারকার পারফরম্যান্স নিয়ে কথা বলছেন। ওদিকে, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা নীরব রয়েছেন।

News18
News18
মুম্বই: বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে শুধু রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়েই আলোচনা চলছে। অস্ট্রেলিয়া সফরের আগে দুজনের ওপর যেভাবে চাপ তৈরি করা হয়েছিল এবং প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর যত সমালোচনা হয়েছিল, সে সব কিছুর জবাব তাঁরা শেষ ওয়ানডে ম্যাচে দিয়েছেন।
রোহিত ও বিরাট দুজনেই পারফর্ম করে সমালোচকদের মুখ বন্ধ করেছেন। পুরো বিশ্বজুড়ে ক্রিকেট বিশ্লেষকেরা এই দুই তারকার পারফরম্যান্স নিয়ে কথা বলছেন। ওদিকে, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা নীরব রয়েছেন। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ ও যুবরাজ সিং কেউই রোহিত ও বিরাটের ইনিংস নিয়ে কোনও পোস্ট করেননি।
অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মার কাছ থেকে ওয়ানডে দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। অন্যদিকে, বিরাট কোহলি পর পর দুম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে দুজনেই নিজেদের প্রস্তুতিতে মন দেন এবং শেষ ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করেন।
advertisement
advertisement
রোহিত শর্মা সেঞ্চুরি করেন, আর বিরাট কোহলি হাফ সেঞ্চুরি। দুজন মিলে ১৬৮ রানের অপরাজিত জুটি গড়েন। ভারত ম্যাচটি ৯ উইকেটে জিতে নেয় এবং সিরিজের প্রথম দুটি ম্যাচ হারার পর শেষ ম্যাচে জয় পেয়ে মর্যাদা রক্ষা করে।
এখন রো-কো জুটির ভক্তদের প্রশ্ন, কিংবদন্তিরা নীরব কেন? বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রকাশ্যে প্রশংসা করতে যাঁরা কখনও পিছিয়ে থাকেননি, সেই সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ ও যুবরাজ সিং কেন তাঁদের নিয়ে একটাও পোস্ট করলেন না? উৎসবের মরসুমে সবাই ব্যস্ত, সেটা ঠিক। কিন্তু কি সত্যিই এই তিন কিংবদন্তি রোহিত ও বিরাটের ইনিংস দেখেননি? এটা বিশ্বাস করা কঠিন। বিশেষ করে যখন এই দুই তারকা সম্ভবত অস্ট্রেলিয়ায় শেষবার খেলছেন।
advertisement
আরও পড়ুন- এক সেঞ্চুরিকে রেকর্ডের ছক্কা রোহিত শর্মার, হিটম্যানের ব্যাটে ভাঙল একের পর এক নজির
এই মুহূর্তে রোহিত ও বিরাট কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁদের প্রয়োজন, সিনিয়র খেলোয়াড়দের সমর্থন। প্রশংসার মাত্র দু’টি শব্দও তাঁদের মনোবল অনেকটা বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma-Virat Kohli : রোহিত-বিরাটকে নিয়ে একটা কথা নয়! হঠাৎ একদম চুপ কেন সচিন, শেহওয়াগরা! বিরাট রাজনীতির গন্ধ!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement