T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে খেলবে না পাকিস্তান? ডেডলাইন পেরিয়ে গেলেও দল ঘোষণা করেনি পিসিবি, কারণটা কী

Last Updated:

T20 World Cup 2024: টি-২০ বিশ্বতকাপের দল ঘোষণার জন্য আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে ছিল শেষ তারিখ। ইতিমধ্যেই একাধিক দল স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কিন্তু পাকিস্তান এখনও দল ঘোষণা করেনি।

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার জন্য আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে ছিল শেষ তারিখ। ইতিমধ্যেই ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরও একাধিক দেশ তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও টি-২০ বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেনি। যা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন, তৈরি হয়েছে কৌতুহলও।
কিন্তু কেন এখনও টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল না পিসিবি? এর পিছনে কী কারণ রয়েছে? এই সব প্রশ্ন ও জল্পনার মধ্যেই পিসিবির সূত্র মারফত জানা গিয়েছে পাকিস্তানের দল ঘোষণা না করার আসল কারণ। জানা গিয়েছে, পাকিস্তান দলের একাধিক তারকা ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে ও পারফরম্যান্স গ্রাফ একাধিক ক্রিকেটারের আশানুরুপ নয়।
advertisement
এছাড়া পিসিবি সূত্রে খবর, টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এই দুটি সিরিজের উপর নজর রাখবেন পাক নির্বাচকরা। তালিকায় রয়েছে মহম্মদ রিজওয়ান, আজম খান, ইরফান খান নিয়াজি, হ্যারিস রউফের মত তারকারা। তারকা ক্রিকেটারদের চোট সারিয়ে ওঠা থেকে ফর্মে ফেরা সবকিছু দেখে নিয়েই দল গঠন করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
advertisement
advertisement
এই দুই সিরিজের পরই ২৩ অথবা ২৪ মে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে বলে মনে হচ্ছে। এই বিষয়ে আইসিসিকেও পিসিবির তরফ থেকে জানানো হয়েছে বলে খবর। এমনিতও ২৫ মে-র মধ্যে ঘোষিত দলে যে কোনও পরিবর্তন করতে পারবে সবকটি দেশ। ফলে ২৫ মে-র আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াড ঘোষণা করবে।
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে খেলবে না পাকিস্তান? ডেডলাইন পেরিয়ে গেলেও দল ঘোষণা করেনি পিসিবি, কারণটা কী
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement