ডাবলসে সঙ্গীর খোঁজে লিয়েন্ডার

Last Updated:

নাদালদের বিরুদ্ধে ডেভিস কাপের ডাবলসে লিয়েন্ডারের সঙ্গী হতে পারেন সাকেত মিনানি।

#নয়াদিল্লি:  নাদালদের বিরুদ্ধে ডেভিস কাপের ডাবলসে লিয়েন্ডারের সঙ্গী হতে পারেন সাকেত মিনানি। শুক্রবার থেকে দিল্লির আর কে খান্না টেনিস স্টেডিয়ামে শুরু ডেভিসের বিশ্ব গ্রুপের প্লে-অফ। বোপান্না টাই থেকে আচমকা নাম তুলে নেওয়ার পর ডাবলস জুটি নিয়ে তৈরি হয়েছে জট। মঙ্গলবার নন-প্লেয়িং ক‍্যাপ্টেন আনন্দ অমৃতরাজ দাবি করলেন, প্রথমদিন সিঙ্গলস খেলে খুব ক্লান্ত না হলে সাকেতই লি-র সঙ্গে ডাবলসে নামবেন। নাদাল, ফেরার, ফেলিসিয়ানো লোপেজদের নিয়ে স্পেন দলে তারকার ছড়াছড়ি। রাজধানীর টেনিসপ্রেমীদের মন পেতে নাদাল-দর্শন ফ্রি। সপ্তাহান্তের সন্ধের টাইয়ে কোনও টিকিট রাখেনি ডিএলটিএ। তবে কঠিন টাইয়ে ডাবলসই এখন শক্তির বদলে ভারতের কাঁটা।
শক্তির দিক থেকে দুই দল তুলনাতেই আসে না— ভারত আর স্পেন। তবু ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপে ওঠার লড়াইয়ের আগে স্প্যানিশ টিমের মহাতারকা রাফায়েল নাদাল কিন্তু বিন্দুমাত্র অসম্মান করলেন না বিপক্ষদের।
১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী বরং যথেষ্ট সমীহ করছেন ভারতকে। নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে মঙ্গলবার নাদাল বললেন, ‘‘ভারত নিজেদের পছন্দ করা কন্ডিশনে ওদের সমর্থকদের সামনে খেলবে। আর ডেভিস কাপে ‘অঘটন’ কিন্তু প্রায়ই হয়। আগেও হয়েছে। আমরা এমন কয়েকবার হেরেছি, যেখানে আমাদের ফেভারিট বলা হয়েছিল। তা ছাড়া ভারতের একটা সুনাম আছে। ওদের ভাল প্লেয়ার আছে, ডাবলস টিমটাও ভাল।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ডাবলসে সঙ্গীর খোঁজে লিয়েন্ডার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement