সৌরভের পর CAB সভাপতি কে? দৌড়ে এগিয়ে অভিষেক

Last Updated:

বাংলার ক্রিকেট মহলে এখন একটাই গুঞ্জন, সৌরভের পরে সিএবি প্রেসিডেন্ট কে হবেন? দৌড়ে উঠে আসছে মূলত দুটি নাম৷

#কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ২৩ অক্টোবর বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন মহারাজ৷ এতএব সিএবি-র সভাপতি পদটি খালি হল৷ বাংলার ক্রিকেট মহলে এখন একটাই গুঞ্জন, সৌরভের পরে সিএবি প্রেসিডেন্ট কে হবেন? দৌড়ে উঠে আসছে মূলত দুটি নাম৷
সিএবি সভাপতি পদের দৌড়ে এগিয়ে প্রয়াত জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া৷ দৌড়ে রয়েছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও৷ টানা দু দফায় সিএবি প্রেসিডেন্ট ছিলেন সৌরভ৷
রবিবার মুম্বইয়ে বোর্ডের বেসরকারি সভায় নতুন প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে প্রথমে সৌরভই ছিলেন ফেভারিট। তার পরে হঠাৎ কেমন যেন সব বদল হতে শুরু করে৷ রাত সাড়ে দশটা পর্যন্তও সৌরভের প্রেসিডেন্ট হওয়ার কোনও আশাই প্রায় ছিল না৷ কারণ সে সময় খবর ছিল বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন শ্রীনিবাসন সমর্থিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ব্রিজেশ প্যাটেল ৷ কিন্তু দিল্লিতে অমিত শাহের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৈঠকের পরই ছবিটা পুরোপুরি পাল্টে যায় ৷ শেষ পর্যন্ত ঠিক হয়, সৌরভই বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন৷ এবং অমিত পুত্র জয় শাহ হচ্ছেন সচিব৷ গুজরাত ক্রিকেট সংস্থায় গুরুত্বপূর্ণ পদে অনেকদিন ধরেই রয়েছেন জয় ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভের পর CAB সভাপতি কে? দৌড়ে এগিয়ে অভিষেক
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement