Vihaan Malhotra: বড় ম্যাচে চাপের মধ্যে দুরন্ত সেঞ্চুরি, তৈরি ভারতের ভবিষ্যত মিডল অর্ডার! কে এই বিহান মালহোত্রা?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC U19 Cricket World Cup 2026: পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বিহান মালহোত্রা। তাঁর শান্ত ও দায়িত্বশীল ব্যাটিং ভারতকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যায়। দুরন্ত সেঞ্চুরি করেন তরুণ তুর্কী।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার-৬ পর্বে টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে ৩৫২ রানের বিশাল স্কোর তোলে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। অ্যারন জর্জ, অধিনায়ক আয়ুষ মাত্রে এবং বেদান্ত ত্রিবেদী দ্রুত আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়।
এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন বৈভব সূর্যবংশী। ইনিংসের শুরুতেই নতুন বলের বিরুদ্ধে সাহসী ব্যাটিং করে তিনি ৫২ রান করেন। তবে আসল শো আসে তার পরে। যখন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বিহান মালহোত্রা। তাঁর শান্ত ও দায়িত্বশীল ব্যাটিং ভারতকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যায়।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এ জিম্বাবুয়ের বিরুদ্ধে বিহান মালহোত্রা ১০৯ বলে অপরাজিত ১০৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল মাত্র ৭টি চার, যা প্রমাণ করে তিনি অযথা ঝুঁকি না নিয়ে ধৈর্যের সঙ্গে ইনিংস খেলতে কতটা সক্ষম। মিডল অর্ডারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন রান তুলেছেন, তেমনই উইকেটও আগলে রেখেছেন।
advertisement
advertisement
১৯ বছর বয়সি বিহান মালহোত্রা পঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। তিনি বাঁ-হাতি ব্যাটসম্যান এবং প্রয়োজনে অফ-ব্রেক বোলিংও করতে পারেন। গত বছর ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন তিনি। বিহান নিজের আদর্শ হিসেবে বিরাট কোহলি ও শুভমন গিলকে মানেন এবং ভবিষ্যতে ভারতের বড় তারকা হওয়ার স্বপ্ন দেখছেন।
advertisement
প্রসঙ্গত, খুব শিগগিরই বিহান মালহোত্রা কিংবদন্তি বিরাট কোহলির সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করবেন। আইপিএল ২০২৬-এর মিনি অকশনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে বিহানকে দলে নিয়েছে। এটি বিহানের জন্য বড় সুযোগ, কারণ আসন্ন আইপিএল মরসুমে তিনি নিজের আইডলের সঙ্গে একই ড্রেসিং রুমে থাকতে পারেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 7:26 PM IST











