মেসির বিয়ে ভাঙছে? জড়িয়েছেন পরকীয়ায়! কে সেই সুন্দরী মেয়ে? কী করেন?

Last Updated:

Lionel Messi: পরকীয়ায় জড়িয়ে পড়লেন মেসি! সুন্দরী মেয়েটির পরিচয় কী? জেনে নিন।

বুয়েনস আইরেস: সুখের সংসার তাঁর। স্ত্রী অ্যান্তোনেলা তাঁর ছোটবেলার বন্ধু। অ্যান্তোনেলা রোকুজ্জোকে ছোট থেকেই পছন্দ করতে লিওনেল মেসি। তার পর সেই ভাল লাগা ভালবাসায় পরিণতি পায়।
অ্যান্তোনেলাও ধীরে ধীরে ভালবেসে ফেলেন মেসিকে। তাঁদের তিন সন্তান নিয়ে সুখের সংসার। তা হলে সেই সুখের সংসারে হঠাৎ করে কী হল! কেন আচমকা লিওনেল মেসি সব ছেড়ে বেরিয়ে আসত চাইছেন! হঠাৎ করেই শোনা যাচ্ছে, লিওনেল মেসি পরকীয়ায় জড়িয়েছেন।
এখন প্রশ্ন হল, কার প্রেমে পড়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার! সেইসুন্দরীর নাম সোফি মার্তিনেজ। তিনি আর্জেন্তিনার অন্যতম জনপ্রিয় একজন মহিলা সাংবাদিক।
advertisement
advertisement
আরও পড়ুন- KKR: আইপিএল নিলামে এই ৫ ভয়ঙ্কর ক্রিকেটারকে টার্গেট করছে কেকেআর! দেখে নিন তালিকা
২০২২ কাতার বিশ্বকাপ কভার করেছিলেন তিনি। সেই থেকে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্তিনা-ক্রোয়েশিয়ার ম্যাচে সোফির ধারাভাষ্য নজর কেড়েছিল।
সেবারই বিশ্বকাপে তিনি মেসির এক্সক্লুসিভ ইন্টারভিউ নেন। তার পরই মেসির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছিল। সেই থেকে গুঞ্জন শুরু। সোফি কাজ করেন একটি জনপ্রিয় কেলা সম্প্রচারকারী চ্যানেলে।
advertisement
আর্জেন্তিনার সংবাদমাধ্যম টেলিভিশন পাবলিকার হয়েও কাজ করেছেন সোফি। আসলে ইন্টারভিউয়ের সময় সোফি বেশ কিছুটা সময় মেসির দিকে রোম্যান্টিক ভঙ্গিতে তাকিয়ে ছিলেন। তার পর থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জন ছড়ায় আরও বেশি।
আরও পড়ুন- ওড়িশার বিরুদ্ধে ৫-২ গোলে লজ্জার হার মোহনবাগানের, এএফসি-তে আশা শেষ সবুজ-মেরুণের
মেসি, অ্যান্তোনেলা বা সোফি- কেউই এই নিয়ে এখনও মুখ খোলেননি। তবে মেসির পরকীয়ার খবর ছড়িয়েছে দাবানলের মতো। ফ্যাব্রেগাসের স্ত্রী দানিয়েলা অবশ্য বলেছেন, এই খবর ভুয়ো। এমন কিছুই ঘটেনি আসলে। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম দাবি করেছে, যা রটে তার কিছুটা তো ঘটে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসির বিয়ে ভাঙছে? জড়িয়েছেন পরকীয়ায়! কে সেই সুন্দরী মেয়ে? কী করেন?
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement