Cristiano Ronaldo : বিপাশা বসুকে প্রকাশ্যে চুমু, তার পর বাঙালি অভিনেত্রীকে একটি 'অধিকার' দিয়েছিলেন রোনাল্ডো, আজীবন সেটি থাকবে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bipasha-Ronaldo Kiss : সম্প্রতি এক পডকাস্টে বিপাশা সেদিনের ঘটনার কথা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। বলিউড অভিনেত্রী জানান, রোনাল্ডো আর তিনি সেই রাতে অনুষ্ঠান শেষে নাইটক্লাবে গিয়েছিলেন।
কলকাতা : অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে এখন তাঁর সুখের দাম্পত্য। ২০১৬ সালে করণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তার আগে পর্যন্ত বিপাশার প্রেম-জীবন নিয়ে হাজার বিতর্ক। জন আব্রামের সঙ্গে তাঁর প্রেম ছিল বহুচর্চিত বিষয়।
সোশ্যাল মিডিয়া তখনও এত প্রচলিত প্ল্যাটফর্ম নয়। তবুও বিপাশা বসুর এক কীর্তি ভয়ানক ভাইরাল হয়েছিল সেই আমলেও। পর্তুগালের লিসবনে ২০০৭ সালে সেই ঘটনা ঘটে। তার পর থেকে বিপাশা বসুর সেই কাণ্ড নিয়ে আজও চর্চা হয়। রোনাল্ডোর সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন বিপাশা। ঠিক তখনই তাঁদের আলাপ। সেই ক্ষণিকের আলাপ এমন কাণ্ড ঘটাবে কে জানত! রোনাল্ডো বিপাশার কয়েক মিনিটের কেমিস্ট্রি জন্ম দিয়েছিল এক বিতর্কিত মুহূর্তের। সেই মুহূর্ত আজও নিশ্চয়ই মনে আছে অনেকের!
advertisement
বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছেন রোনাল্ডো। তাঁর বান্ধবীর তালিকা বেশ দীর্ঘ। তবে বিপাশার সঙ্গে কয়েক মিনিটের আলাপের পর রোনাল্ডো যেটা করেছিলেন, তাতে সারা বিশ্ব চমকে যায়। লিসবনে সেদিন বিপাশাকে ঠোঁট ঠাঁসা চুমু খেয়েছিলেন তিনি। আর সেই ছবি আজও মাঝেমধ্যেই ইন্টারনেটে ভেসে ওঠে।
advertisement
কী করে দুজন কয়েক মিনিটের আলাপের পরই পরস্পরকে এভাবে চুম্বন করেছিলেন, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের। তবে রোনাল্ডো কোনওদিনই এসব পাত্তা দেওয়ার মানুষ নন, আর বিপাশাও সেই সময় ছিলেন বেপরোয়া। শোনা যায়, রোনাল্ডোকে সেই বেপরোয়া চুমু খাওয়ার পর বিপাশার ব্যক্তিগত জীবনে সমস্যা হয়েছিল। সেই সময় জন আব্রামের সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার। ওই ঘটনার পর জনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হতে থাকে।
advertisement
আরও পড়ুন- গম্ভীরকে নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিসিআই! কার হাতে ভারতীয় ক্রিকেট? রইল আপডেট
সম্প্রতি এক পডকাস্টে বিপাশা সেদিনের ঘটনার কথা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। বলিউড অভিনেত্রী জানান, রোনাল্ডো আর তিনি সেই রাতে অনুষ্ঠান শেষে নাইটক্লাবে গিয়েছিলেন। তাঁরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন। রোনাল্ডো তাঁকে সেদিন বলেছিলেন, তোমার জন্য খোলা আমন্ত্রণ রইল। বিশ্বের যে কোনও জায়গায় আমার খেলা থাকলে তুমি আমার অতিথি হয়ে হাজির থাকতে পারো।
advertisement
বিপাশা আরও জানান, সেদিন রোনাল্ডো তাঁর ম্যানেজারের সঙ্গে আলাপ করিয়ে দেন বিপাশার। বিপাশা নাকি স্বামী করণকে নিয়ে একবার রোনাল্ডোর খেলা দেখতেও গিয়েছিলেন!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2025 4:36 PM IST

