Nita Ambani: ছিল চরম দারিদ্রতা, খ্যাতির শিখরে আসার আগে কী খেয়ে মাঠে ঘাম ঝরাতেন ক্রুনাল-হার্দিক? এতদিন বাদে রহস্য খোলসা করলেন নীতা অম্বানি

Last Updated:

সময়টা ছিল ২০১৫ সাল। কাঠফাটা রোদ্দুর মাথায় প্রায় দর্শকশূন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জির ম্যাচ দেখে এসেছেন নীতা আম্বানি। লক্ষ্য একটাই আইপিএল টুর্নামেন্টে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সের জন্য উঠতি তারকার খোঁজ।

খ্যাতিতে আসার আগে কী খেয়ে মাঠে ঘাম ঝরাতেন ক্রুনা-হার্দিক? খোলসা করলেন নীতা
খ্যাতিতে আসার আগে কী খেয়ে মাঠে ঘাম ঝরাতেন ক্রুনা-হার্দিক? খোলসা করলেন নীতা
মুম্বই: সময়টা ছিল ২০১৫ সাল। কাঠফাটা রোদ্দুর মাথায় প্রায় দর্শকশূন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জির ম্যাচ দেখে এসেছেন নীতা আম্বানি। লক্ষ্য একটাই আইপিএল টুর্নামেন্টে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সের জন্য উঠতি তারকার খোঁজ। এমন ক্রিকেটার যাকে একটু সাফ সাফাই করলেই হয়ে উঠতে পারে অদম্য, অপ্রতিরোধ্য!
আর সেই সময়ই তাঁর নজরে আসেন দুই ভাই। ক্রুনাল আর হার্দিক পান্ডিয়া। কৃষ্ণকায়, ছিপছিপে শরীর । কিন্তু চোখেমুখে আগ্রাসন, একটা খিদে যেন ফুটে ফুটে বেরোচ্ছে। যেন দর্পের সুরে ঘোষণা করতে চাইছে: একটিবার সুযোগ দেওয়া হোক তাহলেই নিজেদের জাত চিনিয়ে দেবে তাঁরা।
সুযোগ পেয়েছিলেন তাঁরা। তাঁদের  সুযোগ দিয়েছিলেন স্বয়ং নীতাই। বাকিটা তো সবারই জানা। প্রথমে রঞ্জিতে নজরে আসা, আইপিএলে নজর কাড়া আর জাতীয় দলের হয়ে খেলতে নেমে পাকাপাকিভাবে নজরে বসে যাওয়া। যদিও এই উল্কার গতিতে উত্থান একদিনে হয়নি। কীভাবে হয়েছিল, সেটাও এতদিন প্রকাশ্যে আসেনি। সম্প্রতি নীতা আম্বানি জানিয়েছেন দুই ভাইয়ের পর্দার আড়ালে থাকা সংগ্রামের কাহিনি। তিনি বলেন, খ্যাতির শিখর ছোঁয়ার আগে ক্রুনাল ও হার্দিক—দুজনেই দু’বেলা ম্যাগি খেয়ে দিন কাটাতেন। আর সেটাও এক বছর দু’বছর নয়। অর্থকষ্ট সামলে তিন বছর এভাবেই ম্যাগি পেটে ট্রেনিংয়ে ঘাম ঝরাতেন তাঁরা।
advertisement
advertisement
নীতার বক্তব্য, ‘আইপিএলে একটাই ধরাবাঁধা বাজেট থাকে। সমস্ত টিম একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে। এই কারণে সব সময় নতুন তারকার খোঁজে আমাদের মাথা খাটাতে হয়। তাই আমি মুম্বইয়ের রঞ্জি ম্যাচ দেখতে ছুটে যেতাম। সেই ২০১৫ সাল থেকে। একদিন এক স্কাউট এসে আমায় জানায়, দুই ভাই দারুণ খেলছে। অচেনা, অজানা। কিন্তু যথেষ্ট প্রতিশ্রুতিমান তাঁরা। একদিন তাদের সঙ্গে দেখা করি, কথা বলি। তারপর ক্রুনাল ও হার্দিক দুজনের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সই করানোর সিদ্ধান্ত নিই। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমে কথা বলার ফাঁকে দুজনে আমায় একদিন জানায়, কীভাবে তিন বছর স্রেফ ম্যাগি, নুডলস খেয়ে দিন কাটিয়েছেন তাঁরা। সেই সময় তাঁদের কাছে কোনও টাকা, সঞ্চয় কিচ্ছু ছিল না।‘
advertisement
এই প্রসঙ্গে, উঠে এসেছে জসপ্রীত বুমরাহর কথাও। যদিও প্রথম দর্শনে তাঁর হাবভাব মোটেও মুগ্ধ করেনি নীতাকে। তিনি বলেন, ‘জসপ্রীতকে দেখি যখন, তখন ওঁর শরীরী ভাষা দেখে অদ্ভুত লেগেছিল। মোটেও স্বাভাবিক ঠেকছিল না। কিন্তু স্কাউট আমায় বলে, বুমরাহর শরীর কথা না বললেও বল কথা বলে। আর তার প্রমাণ আমি খুব জলদি পেয়েছিলাম। বাকিটা তো সবারই জানা।‘
বাংলা খবর/ খবর/খেলা/
Nita Ambani: ছিল চরম দারিদ্রতা, খ্যাতির শিখরে আসার আগে কী খেয়ে মাঠে ঘাম ঝরাতেন ক্রুনাল-হার্দিক? এতদিন বাদে রহস্য খোলসা করলেন নীতা অম্বানি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement