হোল্ডারের পাঁচ উইকেট ! ১৯০ রানের টার্গেট তাড়া করতেও ব্যর্থ কোহলিরা

Last Updated:

ওয়েস্ট ইন্ডিজ: ১৮৯/৯ ( ৫০ ওভার), ভারত: ১৭৮ (৪৯.৪ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ: ১৮৯/৯ ( ৫০ ওভার)
ভারত: ১৭৮ (৪৯.৪ ওভার)
১১ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
advertisement
#অ্যান্টিগা: প্রথম ওয়ান ডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে-তে সহজ জয় পায় ভারত ৷ রবিবার চতুর্থ ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখার পর মনে হয়েছিল অ্যান্টিগাতেই সিরিজ জয় সম্পূর্ণ হয়ে যাবে কোহলিদের ৷ কিন্তু মাত্র ১৯০ রানের টার্গেট তাড়া করতেই ঘাম ছুটে গেল মেন ইন ব্লু’দের ৷ বল হাতে কার্যত এদিন চমকে দিয়েছেন ক্যারিবিয়ান পেসাররা ৷ দলকে জেতাতে বড় ভূমিকা নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ৷ মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি ৷
advertisement
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে  নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ৷ দুই ওপেনার ইভান লুইস (৩৫) এবং কাইল হোপ (৩৫) বাদে বলার মতো রান পাননি প্রায় কেউই ৷ ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন উমেশ যাদব এবং হার্দিক পাণ্ডিয়া ৷ কোনও উইকেট না পেলেও অনেকদিন পর বল করতে নেমে যথেষ্ট আঁটোসাঁটো বোলিং করেছেন মহম্মদ শামিও ৷ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত ৷ ব্যতিক্রম শুধুমাত্র ওপেনার অজিঙ্কা রাহানে (৬০) এবং মহেন্দ্র সিং ধোনি (৫৪) ৷ বাকি অধিকাংশ ব্যাটসম্যানই এদিন দুই অঙ্কের রান করতে ব্যর্থ ৷  ওয়েস্ট ইন্ডিজ পেসারদের দাপটে পুরো ৫০ ওভারও এদিন খেলতে পারেনি ভারত ৷ ১৭৮ রানেই অল আউট হয়ে যায় কোহলি ব্রিগেড ৷ আগামী ৬ তারিখ সিরিজের শেষ ম্যাচ জামাইকায় ৷ সিরিজে আপাতত ২-১-এ এগিয়ে ভারত ৷
advertisement
Photo: AP Photo: AP
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হোল্ডারের পাঁচ উইকেট ! ১৯০ রানের টার্গেট তাড়া করতেও ব্যর্থ কোহলিরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement