হোম /খবর /খেলা /
নিরাপত্তা বাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের, ওয়াই থেকে পেলেন জেড ক্যাটেগরি, কারণটা কী

Sourav Ganguly Security: নিরাপত্তা বাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের, ওয়াই থেকে পেলেন জেড ক্যাটেগরি, কারণটা কী

Sourav Ganguly Security: আইপিএল শেষেই ফের দৈনন্দিন জীবনে ফেরার কথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। কিন্তু তার আগে প্রাক্তন ভারত অধিনায়ককে বড় খবর। নিরাপত্তা বাড়ানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ।

  • Share this:

কলকাতা: বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে আইপিএল থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে দিল্লির। একেবারেই আশানরুপ পারফর্ম করতে পারেনি সৌরভের দল। গ্রুপ পর্বের ম্যাচ শেষেই ফের দৈনন্দিন জীবনে ফেরার কথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। কিন্তু তার আগে প্রাক্তন ভারত অধিনায়ককে বড় খবর। নিরাপত্তা বাড়ানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। যেই খবর রীতিমত আলোড়ন তৈরি করেছে।

এর আগে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার থেকে পশ্চিমবঙ্গ সরকার জেড ক্যাটেগরির নিরাপত্তা দেবে প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ডিরেক্টর অব সিকিউরিটি থেকে অর্ডার এসেছে লালবাজারে। তাকে Z ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হবে। রাউন্ড দ্য ক্লক সিকিউরিটি। বাড়ি ও তিনি যেখানে যাবেন সিকিউরিটি থাকবে সৌরভের সাথে ২ জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সবসময় তাঁর সঙ্গে থাকবে একটি এসকর্ট কার।

আরও পড়ুনঃ Virat Kohli: ভারতের পরবর্তী অধিনায়ক কে? নাম জানিয়ে দিলেন বিরাট কোহলি!

এছাড়া ২৪ ঘণ্টার জন্য সৌরভের বাড়ির নিরাপত্তাও বাড়ানো হচ্ছে। সৌরভের বাড়িতে নিরাপত্তারক্ষী আগেই ছিল তবে সেই সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে কী কারণে হঠাৎ তড়িঘড়ি বাড়ানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই বিষয়ে সঠিকভাবে কোনও কিছু জানা যায়নি। পরিবারের তরফ থেকেও কেই প্রতিক্রিয়া দেয়নি। তবে সূত্রের খবর, ব্যক্তিগত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই চেয়েছিলেন নিরাপত্তা বৃদ্ধি করতে। তাই Y থেকে Z ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল।

Published by:Sudip Paul
First published:

Tags: Security, Sourav Ganguly, West Bengal Government