Mamata Banerjee Will Meet La Liga President: স্পেনে এবার খেলা হবে! লা লিগা কর্তার সঙ্গে মাদ্রিদে বৈঠক করবেন মমতা, থাকবেন সৌরভ সহ ৩ প্রধানের কর্তা
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Mamata Banerjee Will Meet La Liga President: এবার স্পেনেও খেলা হবে। মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফরে গিয়ে রাজ্যের খেলাধুলার প্রসারের জন্যও উদ্যোগী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
কলকাতা: এবার স্পেনেও খেলা হবে। মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে মনে করা হয়ছিল মুখ্যমন্ত্রীর এই সফর শুধু বাণিজ্য বা লগ্নি সংক্রান্ত। কিন্তু আদতে তা শুধু নয়। স্পেন সফরে গিয়ে রাজ্যের খেলাধুলার প্রসারের জন্যও উদ্যোগী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন স্পেন সফরে বাংলার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানের কর্তারা যাচ্ছেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মাদ্রিদে যাচ্ছেন দেেবন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এর পিছনে আসল কারণ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে লা লিগার তরফ থেকে সোশ্যাল মিডিয়া যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, ১৪ সেপ্টেম্বর বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে। তারপরই পুরো বিষয়টি জলের মত পরিষ্কার হয়ে যায়।
advertisement
সূত্রের খবর, বাংলার ফুটবলের উন্নতির জন্য লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি ‘মউ’ সাক্ষরিত হতে পারে। মমতার সঙ্গে ওই বৈঠকে থাকার কথা কলকাতার তিন প্রধানের- ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের কর্তারা। মোহনবাগানের দেবাশীষ দত্ত, ইস্টবেঙ্গলের প্রণব দাশগুপ্ত, ও মহমেডানের ইশতিয়াক আহমেদ হাজির থাকবেন বৈঠকে। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বৈঠকে উপস্থিত থাকতেই সৌরভ লন্ডন থেকে মাদ্রিদে আসবেন।
advertisement
advertisement
📅 Beyond the 90 minutes, this week in LALIGA: pic.twitter.com/EH6Dp7D15G
— LALIGA Corporativo (@LaLigaCorp) September 11, 2023
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি লা লিগা কর্তৃপক্ষ। বৈঠকে কী হয় সেদিকে নজর থাকবে সকলের। বাংলার খেলার প্রাসর নিয়ে স্পেনে বৈঠকের পর সেখান থেকে দুবাইয়ে ফিরববেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি বিজনেস সামিটেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই বিজনেস সামিট সেরে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন বলে জানা যাচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 5:14 PM IST